মালির পার্শ্ববর্তী রাষ্ট্র বুর্কিনা-ফাসোতে দেশটির গাদ্দার সেনাদের উপর এক হামলার ঘটনায় ৫ পুলিশ সদস্য নিহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত ৩০ অক্টোবর আইভরি কোস্ট সীমান্তে বুর্কিনা-ফাসোর সামরিক বাহিনীর উপর হামলা চালিয়েছেন ‘জেএনআইএম’এর প্রতিরোধ যোদ্ধারা। উক্ত হামলায় বুর্কিনা-ফাসোর ৫ পুলিশ সদস্য নিহত হয়েছে। সেই সাথে অভিযান শেষে জেএনআইএম যোদ্ধারা ১টি গাড়ি ও ৮ টি মোটরবাইক সহ বেশ কিছু অস্ত্র এবং গোলাবারুদ গনিমত লাভ করেছেন।
স্থানীয় সূত্রমতে, বুর্কিনা ফাসোর জুদিবো শহরের বুসেলী-মোহন এলাকায় পুলিশ সদস্যদের টহলরত একটি দলের উপর হামলাটি চালিয়েছেন জেএনআইএম এর জানবাজ মুজাহিদিন। তাঁরা খুব অল্প সময়ের মধ্যেই অভিযান শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে তুর্কি সংবাদ মাধ্যম “mepa news” দাবি করেছে যে, এনিয়ে গত সপ্তাহজুড়ে বুর্কিনা-ফাসোতে ৪টি হামলা চালিয়েছে “জেএআইএম” যোদ্ধারা। যাতে দেশটির সামরিক বাহিনীর ১১ সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৮ সেনা ও পুলিশ সদস্য। নিখোঁজ হয়েছে ৩ পুলিশ সদস্য।
বুর্কিনা ফাসোতে বেশি আক্রমন করা উচিৎ কারণ ওখানে বেশি গনিমত পাওয়া যায়।