বস্তা পূর্ণ করে সহায়তা বিতরণ করছেন নবগঠিত আফগান সরকার

ত্বহা আলী আদনান

3
1729
বস্তা পূর্ণ করে সহায়তা বিতরণ করছেন নবগঠিত আফগান সরকার

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নবগঠিত সরকারের দায়িত্বশিল কর্মকর্তাগণ এই শীতে দেশের বিভিন্ন এলাকায় অভাবী ও দরিদ্র পরিবারগুলোকে নিজেদের সামর্থ্যানুযায়ী সহায়তা করে যাচ্ছেন। জনগণকে পরিপূর্ণ বস্তা ভরে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র দিচ্ছেন তাঁরা।

এরই ধারাবাহিতায় রাজধানী কাবুলের পাঘমান জেলায়ও ৩০০ এতিম ও গৃহহীন পরিবারকে খাদ্য ও শীত বস্ত্র দিয়েছেন তালিবান সরকার।

বিতরণকৃত উপাদানের মধ্যে রয়েছে বস্তা ভর্তি আটা, চাল, মটরশুঁটি, তেল, চিনি, দুটি করে কম্বল ও শীতের পোশাক।

ইমারতে ইসলামিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, এই শীতে তাঁরা পুরো দেশেই এধরণের সহায়তা কর্যক্রম পরিচালনা করছেন।

IMG-20211108-185246
IMG-20211108-185235
IMG-20211108-185240
IMG-20211108-185238

3 মন্তব্যসমূহ

  1. আলহামদুলিল্লাহ্ এযেন বাস্তবিক সহায়তা মিডিয়া দেখানো বাংগালী সহয়াতা নয়
    আমি কোন দিন দেখি নাই এত দামি কম্বল ত্রান দিয়েছে কোন মানুষ তালেবান উম্মাহর প্রয়োজন পুরা হয় যা দিয়ে সেটা করে যাচ্চে আলহামদুলিল্লাহ্

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিরিয়ানির দোকান খোলায় মুসলিম বিক্রেতাকে হিন্দুত্ববাদীদের হুমকি
পরবর্তী নিবন্ধপাক-তালিবানের সাথে আলোচনার টেবিলে বসতে বাধ্য হল পাকিস্তান সরকার