ভারতে হিন্দুত্ববাদীরা মুসলিমদেরকে নানা অযুহাতে ভয়ভীতি দেখানোকে একটা সাধারণ বিষয়ে পরিণত করেছে। তুচ্ছ কারণে হুমকি ধামকি দিয়ে পিটিয়ে হত্যাও করা হয়।
হিন্দুদের ধর্মীয় উতসব দীপাবলিতে কেন বিরিয়ানি বিক্রি করা হচ্ছে?- এমন প্রশ্ন তুলে এক মুসলিমের দোকান বন্ধ করতে বলে উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের এক কর্মী। দোকান বন্ধ না করলে দোকানে আগুন লাগিয়ে দেয়ার হুমকিও দেয় সে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তিন মিনিটের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নরেশ কুমার সূর্যবংশী নামে এক ব্যক্তি হুমকি দিচ্ছে ঐ মুসলিম বিরিয়ানি বিক্রেতাকে। নিজেকে রাষ্ট্রীয় বজরং দলের কর্মী বলে পরিচয় দিয়ে সে বলে, এটা হিন্দু অধ্যুষিত এলাকা। কে দোকান খােলার অনুমতি দিয়েছে? প্রাণের ভয় নেই?”
ঐ সন্ত্রাসী আরও বলে, “এটা তোমাদের এলাকা নয়। জামা মসজিদ নয়। এখানে হিন্দুরা থাকে। এটা হিন্দু অধ্যুষিত এলাকা।”
এর পরই দেখা যায়, দোকানের কর্মীরা ভয়ে তড়িঘড়ি করে বাসনপত্র, টেবিল চেয়ার দোকানের ভিতর গুছিয়ে রাখছে, দোকান বন্ধের তোরজোর করছে।
এর পরও থামেনি ওই ব্যক্তি। আশপাশে জড়ো হয়ে যাওয়া সকলের উদ্দেশে সে বলে, “এবার জাগুন আপনারা। এরা এখানে দোকান করছে। লাভ জেহাদের ফাঁদ পাতছে। আমাদের বোনেদের সেই ফাঁদে ফেলার চেষ্টা করছে। প্রতিবাদ করুন।”
এভাবেই ভারতে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে সাধারণ হিন্দুদের ক্ষেপিয়ে তুলছে হিন্দুত্ববাদী দলসমূহ ও তাদের কর্মীরা। মুসলিমদের উপর হামলা করতে উস্কানি দিচ্ছে তারা। কখনোও গরু চোর সাজিয়ে, কখনো বা লাভ জিহাদের অজুহাতে গণপিটুনি দিয়ে মুসলিমদের হত্যা করছে তারা।
হিন্দুত্ববাদীরা এভাবেই সরা ভারতের সাধারণ হিন্দুদের ক্ষেপিয়ে তুলে একযোগে মুসলিমদের উপর ব্যাপক গণহত্যা চালানোর পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা।
তথ্যসূত্র:
======
১। ‘এটা হিন্দু এলাকা, জামা মসজিদ নয়’, মুসলিম বিরিয়ানি বিক্রেতাকে হুমকি হিন্দুত্ববাদীদের
https://tinyurl.com/eupesbv
২। এটা হিন্দু এলাকা, জামা মসজিদ নয়’, দিওয়ালির রাতে বিরিয়ানি বিক্রেতাকে হুমকি ‘হিন্দুত্ববাদী’দের
https://tinyurl.com/b6tar38n
৩। ভিডিও লিংক
https://tinyurl.com/2rwbxtte
জাযাকুমুল্লাহ…. আল্লাহ, আল-ফিরদাউস মিডিয়ার ভাইদেরকে কবুল করুন… ঘুমন্ত উম্মাহকে আরো দ্রুত জাগিয়ে তোলার তাওফীক দান করুন…
##মাশাআল্লাহ..মিডিয়ার ভাইদের এক্টিভিটি আগের তুলনায় অনেক বেড়েছে…
তথ্যপূর্ণ রিপোর্টিং… ভাষা অলঙ্কার.. এবং সাথে সাথে সমস্ত সূত্রের লিঙ্কগুলো উল্লেখ করে দেওয়া…
আল্লাহ আমাদেরকে আরো কর্মঠ বানিয়ে আমরণ দ্বীনের সাথে জুড়িয়ে রাখুন…আমীন
মুহতারাম ভাই মনে হয় আরবি মাস একদিন কম