পবিত্র স্থান মসজিদগুলোকে ‘ব্ল্যাক স্পট’ হিসেবে আখ্যা দিল হিন্দুত্ববাদী ভিএইচপি নেতা

মাহমুদ উল্লাহ্‌

0
1098
পবিত্র স্থান মসজিদগুলোকে ‘ব্ল্যাক স্পট’ হিসেবে আখ্যা দিল হিন্দুত্ববাদী ভিএইচপি নেতা

ইসলাম বিদ্বেষের কারণে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মুসলিমদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। একের পর এক মুসলিমদের পবিত্র স্থান মসজিদগুলোকে ভেঙ্গে অপবিত্র করার চক্রান্তে মেতে উঠেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে উগ্র নেতারা কিছুদিন পরপর উসকানীমূলক বক্তব্য দিয়ে সাধারণ হিন্দুদেরকে আরো ক্ষেপিয়ে তুলে।

এবার বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-র হিন্দুত্ববাদী নেতা কুন্দন চন্দ্রাবত মুসলমানদের বিরুদ্ধে চলমান বিদ্বেষের আগুনে ঘি ঢেলে দিয়েছে।
২০ শে ডিসেম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে হিন্দুত্ববাদীদের আয়েজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় সে মুসলিমদের পবিত্র স্থান মসজিদগুলোকে ‘ব্ল্যাক স্পট’ বা কালো দাগ বলে অভিহিত করেছে।

সে বলেছে, ‘হিন্দুরা ১৯৯২ সালে একটি কালো দাগ (বাবরি মসজিদ) মুছে ফেলেছে।’

মুসলিম বিদ্বেষী বক্তব্য প্রদানে উগ্র হিন্দু নেতারা যেন পরস্পর প্রতিযোগিতায় নেমেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এরা যেকোনো অজুহাত দাড় করিয়ে তাদের কল্পিত মুসলিমমুক্ত অখণ্ড ভারত নির্মাণের কাজ শুরু করে দিতে চাইছে।

তথ্যসূত্র :
—–
১। He called mosques ‘black spot’ and said Hindus faught back in 1992 by removing black spot (Babri Mosque) .
https://tinyurl.com/mtyxevyf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশে দেশে ইসলাম বিদ্বেষ | জোব্বা পরায় মুসলিম সাংসদকে বের করে দিল স্পিকার
পরবর্তী নিবন্ধদখলদার ফ্রান্সের পরে এবার জার্মানিও মালি থেকে সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করছে