দেশে দেশে ইসলাম বিদ্বেষ | জোব্বা পরায় মুসলিম সাংসদকে বের করে দিল স্পিকার

ইউসুফ আল-হাসান

0
1104
দেশে দেশে ইসলাম বিদ্বেষ | জোব্বা পরায় মুসলিম সাংসদকে বের করে দিলেন স্পিকার

বিশ্বজুড়ে ইসলাম ও মুসলিম বিদ্বেষ এখন নিয়মিত ঘটনা। এরই ধারাবাহিকতায় এবার জাম্বিয়ায় জোব্বা পরে সংসদ ভবনে প্রবেশ করায় পার্লামেন্টের সদস্য মুনির জুলুকে সংসদ থেকে বের করে দেয়া হয়েছে। ঐ সাংসদ জোব্বা পরিধান করে সংসদে প্রবেশ করেছিলেন। জাম্বিয়ায় জুব্বাকে তোব নামে ডাকা হয়।

ভুক্তভোগী এই মুসলিম সাংসদ বলেন, তিনি দেশটির স্ট্যান্ডিং অর্ডার ২০৬-এ বর্ণিত কোনো সংসদীয় পোশাক কোড লঙ্ঘন করেননি। তার পোশাক আফ্রিকান টোগাসের বিভাগে তালিকাভুক্ত। এবং এ ধরনের পোশাক অনুমোদিত।

এরপরও শুধুমাত্র ইসলামিক পোশাক পরিধান করেছে বলেই জাম্বিয়া সংসদের স্পিকার ঐ সাংসদকে বের করে দেয়।

তথ্যসূত্র:
======
Parliament sends Munir Zulu away for wearing Muslim robe-
https://tinyurl.com/mry4std7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাবেক সেনাপ্রধানকে ‘যুদ্ধাপরাধী’ বলায় নিজের স্কুল থেকেই চাকরী গেলো মুসলিম শিক্ষিকার
পরবর্তী নিবন্ধপবিত্র স্থান মসজিদগুলোকে ‘ব্ল্যাক স্পট’ হিসেবে আখ্যা দিল হিন্দুত্ববাদী ভিএইচপি নেতা