মালিতে আল-কায়েদার চিরুনী অভিযানে ১২ আইএস সন্ত্রাসী নিহত, একজন বন্দী

আলী হাসনাত

0
1174
মালিতে আল-কায়েদার চিরুনী অভিযানে ১২ আইএস সন্ত্রাসী নিহত, বন্দী আরও একজন

পশ্চিম আফ্রিকার দেশ মালির গাও রাজ্যের দুগি এলাকায় জেএনআইএম’এর ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের চুরুনী অভিযানে ১২ আইএস সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক সূত্রে জানা গেছে, গত ০৪/০১/২২ তারিখ মঙ্গলবার দুপুরে, ইসলামি প্রতিরোধ বাহিনী জেএনআইএম ও আইএস সন্ত্রাসীদের মাঝে একটি সংঘর্ষ সংঘটিত হয়েছে।

প্রথমে আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম-এর বীর মুজাহিদরা গাও রাজ্যের ডুগি এলাকায় আইএস সন্ত্রাসীদের অবস্থানের সংবাদ পেয়ে একটি চুরুনী অভিযান চালান। পরে সংঘর্ষ শুরু হলে ‘জেএনআইএম’ মুজাহিদগণ ১২ জন খারেজি আইএস সন্ত্রাসীকে খতম করতে এবং অন্য এক আইএস সদস্যকে বন্দী করতে সক্ষম হন।
অবশিষ্ট সন্ত্রাসীরা তখন জীবন বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

অপরদিকে অভিযান শেষে মুজাহিদগণ সন্ত্রাসীদের অবস্থান থেকে ৫টি AKM প্যাটার্ন রাইফেল, একটি চাইনিজ টাইপ 56 AK, PKM GPMG, ম্যাগ, কয়েকটি মোটরবাইক সহ বিবিধ জিনিসপত্র উদ্ধার করেন।

উদ্ধারকৃত জিনিসপত্রের কিছু দৃশ্য দেখুন…

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি নিক্ষেপ ও রাশিয়াকে হস্তক্ষেপের আহ্বান কাজাখ সরকারের
পরবর্তী নিবন্ধশুক্রবার ছুটি বাতিল ও মদপানে নিষেধাজ্ঞা প্রত্যাহার গাদ্দার আরব আমিরাত সরকারের