ভারতে মুসলিম ব্যবসায়ীদের উপর হিন্দুত্ববাদীদের নিষেধাজ্ঞা

উসামা মাহমুদ

2
1099
ভারতে মুসলিম ব্যবসায়ীদের উপর হিন্দুত্ববাদীদের নিষেধাজ্ঞা

গোটা ভারতেই মুসলিম ব্যবসায়ীরা কঠিন সময় পাড় করছে। হিন্দুত্ববাদীদের নিষেধাজ্ঞার কবলে আর্থিকভাবে ক্ষয় ক্ষতির শিকার হচ্ছেন।
এবার গাজিয়াবাদ নগরে(০২/০৪/২২) শনিবার মুসলিম ব্যবসায়ীদের কাঁচা মাংস বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে হিন্দুত্ববাদী মেয়র।
সে স্থানীয় হিন্দুদের ক্ষেপিয়ে তুলতে বলেছে, যে নিজ নিজ অঞ্চলে, মন্দিরে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং যেকোনো মূল্যে মাংসের দোকান বন্ধ রাখা নিশ্চিত করতে হবে,”।
হিন্দুত্ববাদী সংগঠনগুলি উৎসবের সময় মাংসের দোকান বন্ধ করার জন্য উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম বিদ্বেষী ও আক্রমণাত্মক প্রচারণা চালাচ্ছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং মধ্যপ্রদেশেও হিন্দু উগ্র দলগুলো মাংসের দোকান বন্ধ করার দাবিতে বিক্ষোভ করছে।
এদিকে,কর্ণাটকের হাসান জেলার বেলুরে চেন্নাকেশব মন্দির এলাকার দোহাই দিয়ে ১২শতকের উপর নির্মিত মুসলিম ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদের নোটিশ জারি করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। যারা কয়েক দশক ধরে ঐ স্থানে দোকান চালাচ্ছেন।
এছাড়া ৫০ বছরেরও বেশি সময় ধরে শিশুদের খেলনা বিক্রি করা একজন মুসলিম বিক্রেতাকেও এই নোটিশ দেওয়া হয়েছে।
এভাবেই হিন্দুত্ববাদীরা মুসলিমদেরকে সামাজিকভাবে বয়কট করে দুর্বল বানিয়ে দিচ্ছে। তাই ইসলামি বিশ্লেষকগণ মত দিয়েছেন, মুসলিমদের উচিৎ নিজেদের মাঝে ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তোলা। যেন হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়।
তথ্যসূত্র:
—–
1|Ghaziabad meat shops ordered to remain closed during Navratri
https://tinyurl.com/bdhxuc8n
2| “Immediately stop”: Karnataka 12th-century temple to Muslim vendor running shop for 50 years
https://tinyurl.com/y4jcac9m

2 মন্তব্যসমূহ

  1. ۞لَتَجِدَنَّ أَشَدَّ ٱلنَّاسِ عَدَٰوَةٗ لِّلَّذِينَ ءَامَنُواْ ٱلۡيَهُودَ وَٱلَّذِينَ أَشۡرَكُواْۖ

    অবশ্যই মুমিনদের বেলায় শত্রুতায় মানুষের মধ্যে ইয়াহুদী ও মুশরিকদেরকেই আপনি সবচেয়ে উগ্র দেখবেন।

    -Surah Al-Ma’idah, Ayah 82

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালি | সেনাবহরে আল-কায়েদার হামলায় ৭ সাঁজোয়া যান ধ্বংস, ১১ শত্রু নিহত
পরবর্তী নিবন্ধপাকি-বাহিনীর উপর টিটিপির সফল হামলা: ২টি সাঁজোয়া যান ধ্বংস, নিহত ৯ গাদ্দার