দক্ষিণ সোমালিয়ায় দখলদার ইথিওপিয়ান বাহিনী এবং ইসলামি প্রতিরোধ বাহিনীর মধ্যে ভারী লড়াইয়ের খবর পাওয়া গেছে। যাতে ১১ সেনা নিহত এবং আরও ৭ সেনা আহত হয়েছে।
বিবরণ অনুযায়ী, ১১ এপ্রিল সকালে সোমালিয়ার ‘বে’ রাজ্যে দখলদার ইথিওপিয়ান বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তীব্র হামলা চালিয়েছেন ইসলামি প্রতিরোধ বাহিনী আশ-শাবাব। এই লড়াইটি এক ঘন্টারও অধিক সময় ধরে চলতে থাকে। আশ-শাবাব সামরিক কমান্ডের দেওয়া একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে, লড়াইয়ে দখলদার ইথিওপিয় বাহিনীর ১১ ক্রুসেডার সৈন্য নিহত এবং আরও ৭ ক্রুসেডার সৈন্য আহত হয়েছে।
স্থানীয়রা জানান যে, এই লড়াইয়ে মুহুর্মুহু শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। তখন অনেক ইথিওপিয়ান সেনাকে ঘাঁটির পিছন দিয়ে পালাতে দেখা যায়। এসময় আশ-শাবাবের হামলায় আহত ও নিহত সেনাদের উদ্ধার করতে দুটি হেলিকপ্টার উক্ত ঘাঁটির পিছনের দিকে অবতরণ করতে দেখা গেছে।
এদিকে, ঐদিন বিকেলে বাকুল রাজ্যের ওয়াজিদ জেলায় অবস্থিত আরও একটি ইথিওপিয় সামরিক ঘাঁটিতে ভারী হামলা চালান মুজাহিদগণ। জানা যায় যে, হামলাটি এমন সময় চালানো হয়েছে, যখন ইথিওপিয়ান সৈন্যদের জন্য সরবরাহ বহনকারী একটি কার্গো বিমান ওয়াজিদ বিমানবন্দরে অবতরণ করেছিল। হামলা থেকে অল্পের জন্য কর্গো বিমানটি রক্ষা পায়।