উইঘুর মা ও কিশোরী মেয়েকে গ্রেফতার করলো সৌদি সরকার

0
1506
উইঘুর মা ও কিশোরী মেয়েকে গ্রেফতার করলো সৌদি সরকার

সৌদিতে অবস্থানকালে নির্যাতিত উইঘুর মুসলিমা বুহেলিকিয়েমু আবুলা এবং তার ১৩ বছর বয়সী মেয়েকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ।

গত ৩১ মার্চ পবিত্র নগরী মক্কা থেকে গ্রেফতার করা হয় তাঁদের। মুসলিম এ অসহায় নারীর স্বামীর নাম নুয়েরমাইতি রুজ। যিনি ২০২০ সালের নভেম্বর থেকে সৌদি আরবে কোনো অভিযোগ ছাড়াই বন্দী আছেন। গ্রেফতারের পর তাঁদের তিন জনকেই চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার গুঞ্জন শুনা যাচ্ছে।

গ্রেফতারের সময় প্রিজন ভ্যান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তাঁদেরকে উদ্ধারের জন্য আকুল আবেদন জানিয়েছেন এ অসহায় নারী। তাঁদের আকুতি যে কোন হৃদয়বান মানুষকেই নাড়া দিতে বাধ্য হবে।

যেখানে হারামাইনের ভূমিতে যে কোন মানুষের নিরাপত্তা পাওয়ার কথা সেখানে চাইনিজ নাস্তিক্যবাদীদের নির্যাতনের শিকার মাজলুম উইঘুররা নিরাপত্তা পাচ্ছে না। তথাকথিত জাতীয়তাবাদী রাষ্ট্র ব্যবস্থা মাজলুম উইঘুর মুসলিমদের পবিত্র ভূমিতে আশ্রয় নিতে দেয়নি।

মুসলিম বিশ্বের এমন পরিস্থিতিতে দলাদলি ভুলে মুসলিমদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন হকপন্থি উলামাগণ ।

তথ্যসূত্র:
—–
১. Saudi Arabia: Further information: Uyghur teenage girl and mother detained: Buheliqiemu Abula, Nuermaimaiti Ruze, Aimidoula Waili-
https://tinyurl.com/3sb9pkya

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | আশ-শাবাবের কাছে ৭২ জন সোমালি সংসদ সদস্যের আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধউপসাগরীয় অঞ্চলে ফের আল-কায়েদার হামলা: ১৮ ইথিওপিয়ান গাদ্দার সেনা নিহত