সোমালিয়ায় পশ্চিমা সমর্থিত গাদ্দার সেনাদের একাধিক অবস্থানে তীব্র হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যার একটিতেই কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তাসহ ৭ সোমালি সেনা নিহত হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্য সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল সোমবার, সোমালিয়ার একাধিক স্থানে দেশটির গাদ্দার বাহিনীর উপর হামলা চালিয়েছেন ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব। যার মধ্যে রয়েছে, দক্ষিণাঞ্চলীয় কিসমায়ো শহরের উপকণ্ঠে সোমালি সেনাদের একটি সামরিক বহর টার্গেট করে মুজাহিদদের পরিচালিত একটি অতর্কিত হামলা। যেখানে হারাকাতুশ শাবাব যোদ্ধারা কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তাকেসহ সরকারি মিলিশিয়াদের ৭ সদস্যকে হত্যা করতে সক্ষম হন। সেই সাথে মুজাহিদগণ কর্নেলকে বহনকারী গাড়ি ধ্বংস করেন।
এদিন সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আরও ৩টি পৃথক হামলা চালান হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। যাতে ৪ এর বেশি গাদ্দার সৈন্য নিহত হয়, আহত হয় আরও অসংখ্য সৈন্য।