দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। দেশটির যুব শক্তিকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য উঠে-পরে লেগেছে এই জায়নবাদী ইসরাইলিরা; যাতে করে পুরো ফিলিস্তিন ভুখন্দের উপরে পূর্ণ দখলদারিত্ব কায়েম করা যায়।
আজ (৬ জুলাই) সকালে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে সামরিক অভিযানের সময় এ যুবককে হত্যা করে বর্বর ইহুদি বাহিনী। খবরটি নিশ্চিত করে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০ বছর বয়সী রাফিক রিয়াদ ঘানামকে সামরিক অভিযান চালিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।
মৃত্যুর আগে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করেছিল কুখ্যাত ইসরায়েলি বাহিনী। এ সময় কোন ধরণের চিকিৎসা না দিয়ে তিলে তিলে কষ্ট দিয়ে খুন করা হয় ঐ মুসলিম যুবককে।
গতকালও অন্য এক যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এবং এ শহরেই আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেকেও তাদের জুলুম ক্যামেরাবন্দী করার “অপরাধে” হত্যা করেছিল তারা। এছাড়াও চলতি বছর এ শহরে অন্তত ৩০ জন ফিলিস্তিন যুবককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত কয়েক মাস ধরেই মুসলিম যুবকদেরকে বেছে বেছে হত্যা করছে তারা; যেন ফিলিস্তিনের মুসলিমদের শেষ প্রতিরক্ষার আশাটুকুও শেষ করে দেওয়া যায়।
ইসরাইল নামক এই অবৈধ রাষ্ট্রটি রুটিন মাফিক হত্যাকাণ্ড চালিয়ে দখলদারত্ব বৃদ্ধি করে যাচ্ছে। এরপরও গাদ্দার আরব শাসকগোষ্ঠী দখলদার রাষ্ট্রের তোষামোদী করে যাচ্ছে।
তথ্যসূত্র:
——–
1. BREAKING| Palestinian youth shot dead by Israeli forces in Jenin-
https://qudsnen.co/37456-2/