দেশে দেশে ইসলাম বিদ্বেষ: জার্মানিতে হিজাবি মহিলাকে হেনস্থা

উসামা মাহমুদ

1
568

জার্মানিতে পথে-ঘাটে হেনস্থার শিকার হয়ে চলেছেন মুসলিম নারীরা। সর্বশেষ দেশটির রাজাধানী বার্লিনে একজন মুসলিম নারীর মাথার হিজাব ছিঁড়ে তাকে মারধর করা হয়েছে।

মুসলিম বিদ্বেষী হামলাকারী ছিল ৩৭ বছর বয়সি। সে জনসমক্ষে একজন ৩৯ বছর বয়সি মুসলিম নারীর মাথার স্কার্ফ ছিঁড়ে তার মাথায় এবং শরীরে আঘাত করে। আক্রমণটি ভিসেনজা এলাকার একটি রেস্তরাঁয় হয়েছে।

গত ১৫ জুলাই শুক্রবার বার্লিনের প্রেনজলাউয়ারবার্গ এলাকায় আরেকটি মুসলিম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে। সেখানে এক ৫২ বছর বয়সি ব্যক্তি দু’জন মুসলিম নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এতা বলার অপেক্ষা রাখে না যে, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই তাদেরকে এমন হেনস্থার শিকার হতে হয়েছে।

কথিত এসব উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতার নামে সব করা যাবে, কিন্তু মুসলিমরা হিজাব পড়তে পারবে না। সকলের নিরাপত্তার অধিকার থাকলেও মুসলিমদের জন্য কোন নিরাপত্তা নেই। তাদেরকে হয়রানি করলেও কোন বিচার করা হয় না। এব্যাপারে মিডিয়া কিংবা মানবাধিকার সংস্থাগুলো কথা বলবে না। এর কারণ একটাই তারা মুসলিম।

বিশ্লেষকরা বলছেন, পশ্চিমারা চায় সম্মানিত মুসলিম নারীরাও তাদের নারীদের মত নিজেদেরকে প্রদর্শন করে বেরাক; কারণ তাঁরা তো ইতিমধ্যে তাদের নারীদেরকে ভোগ্যপণ্যের স্তরে নামিয়ে এনেছে।


তথ্যসূত্র:
——–
১. জার্মানিতে হিজাবি মহিলাকে হেনস্থা
https://tinyurl.com/4vxn96h3

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশের মন্দিরে গোস্ত ফেলে ষড়যন্ত্র, মুসলিমদের মাংসের দোকানে আগুন
পরবর্তী নিবন্ধপার্বত্য অঞ্চলে সশস্ত্র গ্রুপের ছড়াছড়ি, বাড়ছে অস্থিরতা ও লাশের সংখ্যা