ভারত অধিকৃত কাশ্মীরের পুঞ্চ অঞ্চলে একটি গ্রেনেড বিস্ফোরণের শিকার হয়েছে হিন্দুত্ববাদী ভারতীয় দখলদার বাহিনী। এতে অফিসার সহ ৬ সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে।
আঞ্চলিক সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা গেছে, গতকাল ১৭ জুলাই মাঝরাতে পুঞ্চ জেলার মেনধার সেক্টরের সীমান্তবর্তী এলাকায় উক্ত গ্রেনেড বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। যেখানে দখলদার ভারতীয় সেনারা টহল দিচ্ছিল।
হঠাৎই এই গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় অফিসার সহ ৬ সেনা সদস্য গুরুতর আহত হয়। পরে আহত সেনাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই ২ অফিসার মারা যায়। বাকিদের অবস্থা এখনো আশংকাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য যে, কাশ্মীরে শুধু প্রতিরোধ যোদ্ধাদের হামলায়ই নয়, বরং বিভিন্ন দূর্ঘটনা ও অপঘাতে প্রায়ই মারা যাচ্ছে হিন্দুত্ববাদী ভারতীয় সেনা সদস্যরা।
তথ্যসূত্র :
———
1. Army officer, JCO killed, four others injured in accidental grenade blast at LoC in Mendhar
–
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
alhamdullah
আল হামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
alhamdulillah