ভারতে আবারো মুসলিমদের নামাযে হিন্দুত্ববাদীদের বাঁধা

উসামা মাহমুদ

1
518

হিন্দুত্ববাদী ভারত কথিত গণন্ত্রের দেশ দাবি করলেও মুসলিমদের কোন কিছুরই অধিকার নেই। মুসলিমদের হিজাব, নামাজ, কুরবানী, হালাল খাবার গ্রহণ সবক্ষেত্রেই হিন্দুত্ববাদীদের অযৌক্তিক নিষেধাজ্ঞা।

কিছুদিন আগে লুলু মলে মুসলিমরা নামাজ পড়ার কারণে হিন্দুত্ববাদীরা বাধা দিয়েছিল। এবার গত ২৮ আগস্ট শনিবার হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা ডিবি সিটি মলে মুসলিমদের নামাজের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তারা হুমকি দিয়েছে, যদি এখানে নামাজ আদায় বন্ধ না করা হয় তবে তারা সেখানে হনুমান চালিসা পাঠ করবে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, হিন্দুত্ববাদী বজরং দলের কর্মীরা ভোপালের সবচেয়ে বড় মলে নামাজ পড়ার কারণে আপত্তি জানিয়ে বিশৃঙ্খা তৈরী করছে। শুধু তাই হিন্দুত্ববাদী উগ্র গুণ্ডারা নামাজরত ১০-১২ মুসল্লিকে আটক করে হয়রানি করেছে।

বিক্ষোভকারীদের নেতৃত্বে থাকা বজরং দলের বিভাগ সহ-সংযোজক অভিজিৎ সিং রাজপুত বলেছে, “আমরা গত এক মাস ধরে তথ্য পাচ্ছি যে কিছু লোক ডিবি মলের দ্বিতীয় তলায় নামাজ পড়ে। আমরা আজ সেখানে পৌঁছে ১০ থেকে ১২ জনকে নামাজরত অবস্থায় আটক করেছি।”

সন্ত্রাসী অভিজিৎ আরো বলেছে, “আমরা মলের নিরাপত্তা প্রধানের সাথে কথা বলেছি এবং তাদেরকে নামাজ বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছি, অন্যথায় বজরং দলের সদস্যরা সেখানে হনুমান চালিসা এবং সুন্দর কাণ্ড পাঠ করবে।”

এদিকে, উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার ধুলেপুর গ্রামে মসজিদ-মাদ্রাসা না থাকায় মুসলিম বাসিন্দারা এলাকার দুটি বাড়িতে নামাজ আদায় করতেন। মুসলিমদের নামাজ বন্ধ করতে ছজলেট থানায় মুসলিমদের বিরুদ্ধে মামলা করেছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা।

হিন্দুত্ববাদী পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ধারা ৫০৫ (২) এর অধীনে ১৬ থেকে ২৬ জনের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে। এই সামান্য বিষয়ে মামলা নিয়েও মুসলিমদের হয়রানি করবে হিন্দুত্ববাদী পুলিশ। অথচ, হিন্দুরা গুম-খুন-ধর্ষণের মত অপরাধ করলেও মুসলিমরা মামলা করতে গেলে হিন্দুত্ববাদী পুলিশ মামলা নেয় না। মুসলিমদের উপর হয়রানি বন্ধেও কোন পদক্ষেপ নেয় না হিন্দুত্ববাদী পুলিশ।

মুসলিমদের অধিকার রক্ষায় কখনোই হিন্দুত্ববাদী আইন আদালত এগিয়ে আসবে না। যা করার মুসলিমদেরকেই করতে হবে। আর এই সত্যটাই হক্কানি উলামাগণ অনেক বছর ধরে মুসলিমদের বুঝিয়ে এসেছেন, যা আজ মূল্য দিয়ে অনুধাবন করতে হচ্ছে।



তথ্যসূত্র:
——-
1. Indian Express: Tension in Moradabad village over offering of mass prayer, 26 booked
https://tinyurl.com/56dnue5k

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমার্কিন ড্রোন পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করছে : হুশিয়ারী তালিবানের
পরবর্তী নিবন্ধগুজরাট বিশ্ববিদ্যালয়ে মেধাবী কাশ্মীরি ছাত্রকে খুন