কথিত নিরপেক্ষতা রক্ষার আড়ালে থাকা ভারতীয় হিন্দুত্ববাদী প্রশাসনের ভয়ঙ্কর চেহারা আবারো প্রকাশ পেয়েছে। একটি উগ্র হিন্দু সমাবেশে উপস্থিত ইউপি সন্ত্রাসী পুলিশ ঘোষণা দিয়েছে যে, মুসলিমদের মাটিতে পুতে দেওয়া হবে এবং তাদের বাড়িঘরে বুলডোজার চালানো হবে।
সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, উত্তরপ্রদেশের এক উগ্র পুলিশ অফিসার হিন্দু জনতার সমাবেশে ঘোষণা দিয়েছে, দুর্গা পূজার সমাবেশে যাদের ব্যাপারে ব্যাঘাত ঘটানোর অভিযোগ উঠেছে, সে সব মুসলিমদের মেরে মাটিতে পুতে দিবে এবং তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙ্গে দিবে।
উত্তর প্রদেশের সুলতানপুরের বলদিরাই এলাকায় গত সোমবার ১০ অক্টোবর হিন্দুরা মুসলিমদের উপর হামলা চালানোর পরে, হিন্দুদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিয়ে উল্টো মুসলিমদেরকেই হুমকি দিয়েছে সেই উগ্র পুলিশ কর্মকর্তা।
ঘটনার সূত্রপাত হয় হিন্দুরা দুর্গাপূজা বিসর্জন দেওয়ার নামে একটি মসজিদের কাছে উচ্চ শব্দে গান বাজিয়ে মুসলিমদের উসকানি দিতে থাকলে। শত শত উগ্র হিন্দু মাথায় জাফরান ক্যাপ পরে এবং হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে ডিজে মিউজিকের সাথে নাচতে থাকে। মসজিদে আজান ও নামাজের সময় গানের সাউন্ড কমিয়ে দিতে বলায় উগ্র হিন্দুরা হিন্দুত্ববাদী পুলিশের উপস্থিতিতে মসজিদে ভাঙ্গচুর চালায়। অনেক মুসল্লি গুরুতর আহত হয়েছেন। পরে মসজিদে আগুন পর্যন্ত লাগিয়ে দেয় তারা।
মুসলিমদের উপর হামলার পরে একটি হিন্দুত্ববাদী সমাবেশে এ উগ্র পুলিশ অফিসার আবার প্রতিশ্রুতিও দিয়েছে- যারা পূজায় ব্যাঘাত ঘটিয়েছে, সে সব মুসলিমদের মেরে মাটিতে পুতে দিবে এবং তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙ্গে দিবে। ইতিমধ্যে ইউপি পুলিশ সুলতানপুর থানায় নথিভুক্ত একটি এফআইআর করেছে। সেই তালিকা ৫১ জন মুসললিমের নাম রয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।
— Hashmimohsin (@Hashmimohsin2) October 12, 2022
মাত্র কয়েকদিন আগে গুজরাটে হিন্দু উৎসবে বাধা দেওয়ার অভিযোগে হিন্দুত্ববাদী পুলিশ কর্তৃক প্রকাশ্যে মুসলিমদের বেত্রাঘাতের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। মধ্যপ্রদেশেও একই ধরণের মিথ্যা অভিযোগে ৩ মুসলিমের বাড়ি ভেঙ্গে দেওয়া হয়েছে। এখন আবার এলো পুলিশের এমন বক্তৃতা, মুসলিম গণহত্যা শুরু করতে এরা মুখিয়ে আছে বলেই মনে হচ্ছে।
যদিও হিন্দুদের পক্ষপাতিত্ব করা হিন্দুত্ববাদী প্রশাসনের নতুন কিছু নয়।
ইতিপূর্বেও যতবার মুসলিমদের উপর হামলা হয়েছে সবগুলোতেই পুলিশের নীরব, কিংবা কোন কোন ক্ষেত্রে অংশগ্রহণমূলক সরব ভূমিকা ছিল। হিন্দুত্ববাদী ভারতের পরিবেশ যে মুসলিম নিধনযজ্ঞ বাস্তবায়নে কতটা ‘উপযুক্ত’ হয়ে উঠেছে, হিন্দু উগ্র সমাবেশে পুলিশের এমন হুমকি তারই প্রমাণ বহন করে।
তথ্যসূত্র:
——–
1. “Send to graves, bulldoze houses”: UP cop swears action against people who disrupted puja rally
– https://tinyurl.com/2addm9u3
2. Location : Sultanpur, Uttar Pradesh.A cop promised to Hindu crowd to punish those who disrupted the religious rally by “bury them in the soil” & “bulldozing their houses
– https://tinyurl.com/3rw7vrr7
3. UP cop swears action against people who disrupted puja rally-video link:
– https://tinyurl.com/ycket942
4. speakers. But the crowd refused. This sparked stone pelting and clashes.According to eyewitnesses from the Muslim community. The Hindu crowd brandishing swords and sticks baged inside, vandalised the mosque and set it to the fire .video link:
– https://tinyurl.com/48tcedvm