এবার পবিত্র ভূমি সৌদি আরবে অনুষ্ঠিত হলো আল্লাহর রসূলকে (ﷺ) অস্বীকারকারী খ্রিষ্টানদের বর্বর উৎসব ‘হ্যালোইন’। ‘মৃত আত্মা ও শয়তানের স্মরণে’ প্রতিবছর অক্টোবরের শেষে ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে হ্যালোইন পালিত হয়।
আরব নিউজের তথ্যসুত্রে জানা যায়, গত ২৮ ও ২৯ অক্টোবর সৌদি আরবের রিয়াদের সবচেয়ে বড় সিনেমা হল বুলেভার্ডে অনুষ্ঠিত হয় এ উৎসব। অনুষ্ঠানে সৌদি যুবক-যুবতীদেরকে আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিয়েছে নামধারী মুসলিম সৌদি সরকার। শয়তানের প্রতিকৃতি ধারণ করলে যুবক-যুবতীদের দেয়া হয়েছে ফ্রী টিকেট। এতে নারী-পুরুষ বিভিন্ন মুর্তি ও শয়তানের প্রতিকৃতি ধারণ করে।
এছাড়া অনেক নারীকে পশ্চিমা পোশাক পরিধান করতেও দেখা যায়। নারী-পুরুষের ফ্রী মিক্সিং এবং কুফফারদের রীতিনীতি পালন দেখে বোঝার উপায় নেই এটা সৌদি আরব; বরং ইউরোপের কোন এক খ্রিষ্টান রাজ্য।
সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান তার সমস্ত ক্ষমতা ব্যয় করছে পবিত্র ভুমি সৌদি আরবের ভূমিতে পশ্চিমা সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে। এরই ধারাবাহিকতায় জনসাধারণকে এসব বিজাতীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে বাস্তবায়ন করছে নানামুখি কর্মসূচি। এ লক্ষ্যে হ্যালোইন ছাড়াও নিয়মিত আয়োজন করা হচ্ছে গানের কনসার্ট। দেশটিকে পুরোপুরি পশ্চিমা সংস্কৃতিতে সাজাতে দালাল সৌদি সরকার হাতে নিয়েছে ভিশন-২০৩০।
এর বিপরীতে, যেসকল আলেম ও আল্লাহভীরু ব্যক্তিবর্গ এসবের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, তাদের সকলকেই কারাগারে নিক্ষেপ করছে দালাল সৌদি সরকার। ২০১৭ সালে ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই মুহাম্মাদ বিন সালমান শুরু করে গণহারে আলেমদের ধরপাকড়। এভাবেই রসূলের (ﷺ) দেশকে কলুষিত করে যাচ্ছে বিন সালমান।
তথ্যসূত্র:
——
1. Halloween revelers experience glory and gore on Riyadh Boulevard- https://tinyurl.com/3fpnfufk
2. ভিডিও লিংক- https://tinyurl.com/2p93bx78