এবার নেপালে মসজিদে হামলা করলো হিন্দুরা, লাগালো গেরুয়া পতাকা

0
767

ভারতের উগ্র হিন্দুরা মসজিদে হামলা চালিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়ার অনেক ঘটনা ঘটিয়ে চলেছে।এবার নেপালের মহোত্তারি জেলার একটি মসজিদে হিন্দুদের হামলার খবর প্রকাশিত হয়েছে।

সেখানে হিন্দু সন্ত্রাসীরা ২৬ অক্টোবর মিছিলের সময় মসজিদের সামনে থামে এবং ‘ডিজে গান’ বাজায়। শুধু তাই নয়, মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মসজিদে হিন্দুত্ববাদের প্রতীক জাফরান পতাকা লাগায় তারা। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় হিন্দু সন্ত্রাসীরা মুসলিমদের উপর গুলি চালালে অন্তত ৫জন মুসলিম আহত হয়েছেন বলে জানা যায়।

ঘটনার সাথে সম্পর্কিত একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, কীভাবে হিন্দু সংগঠনের সাথে যুক্ত উগ্র লোকেরা একটি মিছিল বের করে মসজিদের সামনে ‘ডিজে গান’ বাজিয়েছে, এবং মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে।


তথ্যসূত্র:
—–
1.नेपाल : शोभायात्रा के दौरान हिंदू संगठन से जुड़े लोगों ने किया मस्जिदों पर हमला, लगाया भगवा झंडा
https://tinyurl.com/235z47fj
2.video link: https://tinyurl.com/49bydknu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানদের মাছ দেওয়ার পরিবর্তে, মাছ ধরতে শেখান: জাবিহুল্লাহ্ মুজাহিদ
পরবর্তী নিবন্ধসিরিয়ায় হিজাব নিষিদ্ধ করলো আমেরিকার দালাল এসডিএফ; মুসলিমদের বিক্ষোভ