আরাকানে নৌকাডুবিঃ নিরাপদ আশ্রয়ের আশায় সাগরে নিখোঁজ ২৩ রোহিঙ্গা

মুহাম্মাদ ইব্রাহীম

0
583

মিয়ানমারের আগ্রাসী জান্তা সরকারের হাত থেকে রেহাই পেতে সমুদ্র পথে দেশ ত্যাগের সময় ৮৩ জন রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। গত ৩০ অক্টোবর ঘটনাটি ঘটে রাখাইনের আয়েয়ারওয়াদি এলাকায়।

এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৬০ জনকে জীবিত উদ্ধার করেছে মিয়ানমার পুলিশ। বাকি ২৩ জনের কোন খোঁজ পাওয়া যায়নি। এমন কঠিন পরিস্থিতিতেও জীবিত উদ্ধারকৃতদের গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে সন্ত্রাসী জান্তা বাহিনী।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা চতুর্মুখী বিপদের মধ্যে দিনানিপাত করছেন। একদিকে জান্তা বাহিনীর গুলি, গুলি থেকে বাঁচতে দেশ ত্যাগ করতে গিয়ে বন্দীত্ব, আরেক দিকে সাগরে মৃত্যুর হাতছানি। কোন রকমে প্রতিবেশী ভারতে পৌঁছাতে পারলেও, সেখানে ডিটেনশন সেন্টার আরেক করুণ উপাখ্যান।

এমন মানবিক বিপর্যয়ের পরেও মানব জাতি আজ দর্শকের ভূমিকা পালন করছে। মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের সন্ত্রাসী জান্তা সরকারকে অস্ত্র ও অন্যান্য আসবাব দিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহায়তা করছে।



তথ্যসূত্র:
——–
1. A boat sinks, and 20 Rohingya are missing
https://tinyurl.com/zazpppwh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাক-তালিবানের ৩ হামলায় কর্নেল সহ ৪৩ গাদ্দার সেনা হতাহত
পরবর্তী নিবন্ধহিন্দুত্ববাদী ভারতঃ বিহারে ইসলামিক নাম ব্যবহার করে হিন্দুদের জমি দখল