তুর্কিস্তান, তুরস্ক, আফগানিস্তানের উইঘুরদের নজরদারিতে চীনা স্পাইওয়্যার

ওবায়দুল ইসলাম

0
1059
২০২০ সালের এক রিপোর্টে দেখা যায়, ট্রোজান এপ্স ব্যবহার করে দখলদার চাইনিজরা উইঘুরদের নজরদারি করতো। ট্রোজান এপ্সের মাধ্যমে উইঘুরদের পুঙ্খানুপুঙ্খ লোকেশন ফলো করতে পারে আগ্রাসী চাইনিজ প্রশাসন। ফাইল ফটোঃ ইউটিউব স্ক্রিন শট।

উইঘুর মুসলিমদের দমনে সাইবার যুদ্ধ শুরু করেছে দখলদার চীন। সম্প্রতি বৃটিশ সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ানের একটি প্রতিবেদনে উঠে এসেছে যে, উইঘুর মুসলিমদের নজরদারি করতে বিভিন্ন স্পাইওয়্যার এপ্স ব্যবহার করছে দখলদার চাইনিজরা।

সম্প্রতি একদল সাইবার নিরাপত্তা গবেষক একটি স্পাইওয়্যার ক্যাম্পেইন আবিষ্কার করেছে। সেই ক্যাম্পেইনটি মূলত উইঘুরদের উপর নজরদারিতেই ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে তারা। এই সাইবার গবেষকদের মতে, দখলদার চাইনিজদের হ্যাকার গ্রুপ বিভিন্ন এপ্স এর হুবহু নকল করে স্পাইওয়্যার এপ্স তৈরি করছে। যেসব এপ্সকে নকল করা হচ্ছে তার মধ্যে অন্যতম হলো – বার্তা পরিষেবা, সালাতের সময়, অভিধান, ইত্যাদি।

গবেষকরা বলছে, বার্তা পরিষেবা, সালাতের সময় ও ভাষানুবাদের এপ্সগুলিকে লক্ষ্য করেই বিভিন্ন স্পাইওয়্যার এপ্স তৈরি করছে চাইনিজ হ্যাকাররা। এসকল এপ্সের মাধ্যমে উইঘুর মুসলিমদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে তারা।

আশ্চর্যের বিষয় হচ্ছে, গার্ডিয়ানের সেই প্রতিবেদন মতে, শুধু পূর্ব তুর্কীস্তানে অবস্থানরত উইঘুর মুসলিমরাই নয় বরং তুরস্ক ও ইসলামী ইমারাতে আফগানিস্তানে অবস্থানরত উইঘুর মুসলিমরাও এই নজরদারির অন্তর্ভুক্ত।

এদিকে পূর্ব তুর্কীস্তানে উইঘুরদের উপর নজরদারি বৃদ্ধিতে পঞ্চম প্রজন্মের স্টেশন নির্মাণ করেছে দখলদাররা। এ পর্যন্ত পুরো তুর্কীস্তানে ৩০ হাজার ফাইভ-জি স্টেশন নির্মাণ করেছে দখলদার চাইনিজরা। এছাড়াও এবছর তারা ২৩০ মিলিয়ন ডলার খরচ করে আরও ১০ হাজার স্টেশন নির্মাণ করছে। এর পুরোটাই মূলত ব্যবহার হচ্ছে উইঘুর মুসলিমদের উপর নজরদারিতে।

উইঘুর মুসলিমদের চারিদিক থেকে ঘিরে রেখেছে দখলদার চীন। পূর্ব তুর্কীস্তানে দখলদাররা তাদের যেকোন প্রযুক্তিগত স্থাপনাকে উন্নয়নমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করলেও তা আসলে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে তাদের যুদ্ধের হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হয়। বর্তমান পরিস্থিতিতে উইঘুর মুসলিমদের উচিত, এন্ড্রয়েড ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া। পাশাপাশি, বিশ্বের সকল মুসলিমদের উচিৎ দখলদার চীনের বিরুদ্ধে নিজেদের সাধ্যমত প্রতিরোধ গড়ে তোলা।


তথ্যসূত্রঃ

১। Spyware targets Uyghurs by ‘masquerading’ as Android apps – report – https://tinyurl.com/yc2vhbmh

২। China’s rollout of 5G base stations in Xinjiang will boost surveillance, experts say – https://tinyurl.com/ncthcmza

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনান বাহিনীর পৈশাচিক গণহত্যার শিকার ২০ শিশুসহ ৪০ নারী
পরবর্তী নিবন্ধআল-কায়েদার দুঃসাহসি হামলায় বুরকিনান বাহিনী পর্যুদস্ত: অগণিত গনিমত লাভ