আসামের মাদ্রাসাগুলোতে নজরদারি বৃদ্ধি; শিক্ষকদের বিবরণ জমা দেওয়ার নির্দেশ

মাহমুদ উল্লাহ

0
609
গত ৩১ আগস্ট আসামে একটি মাদ্রাসা ভেঙে দিয়েছে হিন্দুত্ববাদী আসাম সরকার। ফটোঃ ANI, Maktoob Media

হিন্দুত্ববাদী ভারতের আসাম সরকার রাজ্যের সমস্ত মাদ্রাসাগুলোকে ১ ডিসেম্বরের মধ্যে তাদের দ্বারা নিযুক্ত শিক্ষকদের সম্পর্কে তথ্য সরবরাহ করার নির্দেশ দিয়েছে। কথিত ’সন্ত্রাসী’ যোগসূত্রের অভিযোগে কয়েকজন শিক্ষককে গ্রেফতার করার পর মাদ্রাসাগুলোতে নজরদারি বাড়িয়েছে হিন্দুত্ববাদী সরকার।

গত ৯ নভেম্বর পুলিশ মহাপরিচালক (ডিজিপি) ভাস্করজ্যোতি মহন্তের উপস্থিতিতে এক বৈঠকে এ সময়সীমা নির্ধারণ করা হয়। একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছে, মাদ্রাসাগুলিকে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে বিস্তারিত তথ্য প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সন্ত্রাসবাদের অভিযোগ তুলে মাদ্রাসাগুলোতে নজরদারি বাড়ানোর একটি কৌশল হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ইসলাম বিদ্বেষী প্রশাসন। একই অভিযোগে আসামের হিন্দুত্ববাদী রাজ্য প্রশাসন তিনটি মাদ্রাসা ভেঙে দিয়েছে। এছাড়াও এ ধরনের আরেকটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে উগ্র হিন্দুরা।

উল্লেখ্য, ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার জন্য, এই সন্ত্রাসবাদের গুজব ছড়িয়ে গত ছয় মাসে কয়েকটি মাদ্রাসা থেকে শিক্ষক সহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে হিন্দুত্ববাদী প্রশাসন।

গত ২১ সেপ্টেম্বর হিন্দুত্ববাদী শিক্ষামন্ত্রী রণোজ পেগু জানিয়েছিল, পর্যায়ক্রমে সকল বেসরকারি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় সকল মাদ্রাসা শিক্ষককে নজরদারিতে আনার এই সিদ্ধান্ত নিয়েছে ইসলাম বিদ্বেষী প্রশাসন।

হিন্দুত্ববাদী শিক্ষামন্ত্রী রণোজ পেগু।

কোন ধরনের তদন্ত ও প্রমাণ ছাড়াই মাদ্রাসাগুলো উগ্রবাদের সাথে জড়িত বলে গুজব ছড়াচ্ছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। মূলত এ সমস্ত অভিযোগ তুলে তারা মুসলিমদেরকে কোণঠাসা করতে চাইছে। তারা জানে যে, মুসলিমদের দ্বীনি প্রতিরক্ষার প্রধান দুর্গ হচ্ছে মসজিদ ও মাদ্রাসা। তাই এই দুর্গগুলো ধ্বংস ও আলেমদের গ্রেফতার করতে উঠেপরে লেগেছে উগ্রবাদী হিন্দুরা।


তথ্যসূত্রঃ

১। Madrasas in Assam asked to submit details of teachers (Muslim Mirror) – https://tinyurl.com/5n7wbv55

২। Assam government demolishes third Madrasa in a month – https://tinyurl.com/2j6mpe9p

৩। VIDEO LINK – https://tinyurl.com/msnn6yrn

৪। YT link – https://tinyurl.com/4mkha2eh

৫। Bulldozer demolishes madrassa in Assam, govt says owner a “terror accused” – https://tinyurl.com/2p8nf9hd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-কায়েদার দুঃসাহসি হামলায় বুরকিনান বাহিনী পর্যুদস্ত: অগণিত গনিমত লাভ
পরবর্তী নিবন্ধফের দখলদার ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত