গুজরাটে মুসলিমদের ৬টি মাদ্রাসা এবং ৩৬টি দোকানপাট ভাঙচুর; ইউপিতে শের শাহ মসজিদ শহীদ

উসামা মাহমুদ

0
793

ভারতের গুজরাটে গত ১৬ জানুয়ারি হিন্দুত্ববাদি প্রশাসন মুসলিম অধ্যুসিত রাজ্যের কচ্ছ এলাকায় বুলডোজার চালিয়েছে। ৩৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ৬টি মাদ্রাসা কোন তদন্ত ও নোটিস ছাড়াই ভেঙে দিয়েছে তারা।

গত নভেম্বরে গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারের সময়, সুরাটে বিজেপি কর্মীরা জেসিবি (বুলডোজার) নিয়ে প্রচার চালায়। ঘটনাটি ঘটে যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজ্যে নির্বাচনী প্রচারে যায়।

উল্লেখ্য, ইউপির উগ্র হিন্দু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুলডোজার বাবা নামেও পরিচিত। কারণ সেই সর্বপ্রথম তার রাজ্যে মুসলিমদের বিরুদ্ধে বুলডোজার ব্যবহার শুরু করেছে।
নির্বাচনী প্রচারের সময় বিজেপি গুজরাটেও মুসলিমদের এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে বুলডোজার ব্যবহার করার বিষয়ে হুমকী দেয়।

এদিকে, উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসন শের শাহ সুরি নির্মিত রাজকীয় মসজিদটি শহীদ করে দিয়েছে।

গত ১৬ জানুয়ারি, টুইটারে প্রকাশিত সংবাদে জানা যায়, জিটি রোড প্রশস্ত করার নামে শেরশাহ সিউড়ির সময়ে তৈরি শাহী মসজিদটি ভেঙে দিয়েছে।

তথ্যসূত্রঃ
——–
1. Gujarat: Six Madrasas demolished in Kutch
-https://tinyurl.com/2hu5nezk
2.राज्य के कच्छ क्षेत्र में 36 व्यावसायिक प्रतिष्ठानों और 6 मदरसों को ध्वस्त कर दिया गया है।
-https://tinyurl.com/5fek4fav
3.उत्तरप्रदेश – शेर शाह सूरी द्वारा बनवाई गई शाही मस्जिद को प्रशासन द्वारा शहीद कर दी गई
-https://tinyurl.com/48bh5mh2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফ্রিকান ইউনিয়নের বিরুদ্ধে আল-কায়েদার তীব্র হামলা: হতাহত ২৮ এর বেশি
পরবর্তী নিবন্ধশত্রু-হৃদয়ে কাঁপন ধরিয়ে শাবাবের যুগান্তকারী হামলা: ২৫০ সেনা নিহত, ৪৫টি যান গনিমত