
ইউক্রেন যুদ্ধের জেরে সিরিয়া থেকে বহু সৈন্য ও সামরিক শক্তি প্রত্যাহার করেছে রাশিয়া। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আল-কায়েদা সমর্থিত মুজাহিদগণ এবং অন্যান্য স্বাধীনতাকামী দলগুলো সিরিয়ায় তাদের হামলার গতি বাড়িয়েছেন।
সেই সূত্র ধরেই আল-কায়েদা সমর্থিত ২টি মুজাহিদ গ্রুপ গত সপ্তাহে সিরিয়ার ইদলিব ও আলেপ্পো সিটিতে দুর্দান্ত ৬টি সফল হামলা চালিয়েছে। মুজাহিদদের হামলায় কুখ্যাত নুসাইরি শিয়া বাহিনীর কয়েক ডজন সৈন্য নিহত এবং আহত হয়েছে।