তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প: ইমারাতে ইসলামিয়া কর্তৃক ১৫ মিলিয়ন আর্থিক সহায়তার ঘোষণা

8
1906

সম্প্রতি এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্ক ও সিরিয়ায়, যার প্রভাব প্রতিবেশী কয়েকটি দেশেও অনুভূত হয়েছে। এতে ইতোমধ্যে কমপক্ষে ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে, আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ।

এমন পরিস্থিতিতে ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলে মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকার। নানান প্রতিকূলতা এবং আর্থিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ মিলিয়ন এবং সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ মিলিয়ন আফগানি নগদ সহায়তা ঘোষণা করেছে।

এসময়, ইমারাতে ইসলামিয়া প্রশাসন তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য শোক প্রকাশ করে।

জানা যায় যে, ৭.৬ – ৭.৮ মাত্রার এই ভূমিকম্পে তুরস্কে প্রাণহানি ঘটেছে ৩,৫৪৯ জনের এবং আহত হয়েছেন ২২,১৬৮ জন। সেই সাথে ধ্বংসস্তুপ থেকে ৮ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

অপরদিকে এই ভূমিকম্পে উত্তর সিরিয়ায় ইসলামি প্রতিরোধ বাহিনীগুলোর নিয়ন্ত্রণাধিন ইদলিব ও আশপাশের এলাকাগুলোতে প্রাণ হারিয়েছেন ৯০০ জন, আহত হয়েছেন ২,৩০০ জন। একইসাথে আলেপ্পো ও আসাদ বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রাণ হারিয়েছেন ৪১৭ জন, আহত হয়েছেন আরও অসংখ্য।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিরিয়ার অবস্থা অনেক ভয়াবহ। এখানে রাশিয়া ও আসাদ বাহিনীর বোমা হামলার ফলে দুর্বল হয়ে পড়া অধিকাংশ ভবনই ধ্বসে পড়েছে। ৩০ ঘণ্টা পার হওয়ার পরও সরঞ্জামের অভাবে এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে। তাই বলা হচ্ছে যে, সিরিয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভয়াবহ এই ভূমিকম্পের পর ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিম্নলিখিত বিবৃতি দিয়েছে:

“ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, সমগ্র আফগান জনগণ ও সরকারের পক্ষ থেকে, শত শত প্রাণহানি এবং ব্যাপক অর্থনৈতিক ক্ষতির জন্য তার মুসলিম ভাই, দেশ ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

আমরা দো’আ করি, আল্লাহ তাআলা এই বেদনাদায়ক ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের জান্নাত দান করুন এবং আহতদের সুস্থ করুন। ইমারাতে ইসলামিয়া তার মুসলিম ভাই ও বোনদের দুঃখে দুঃখিত। আমরা এই ট্র্যাজেডির শিকার মানুষদের সহায়তা করার জন্য মুসলিম দেশসমূহ এবং সাহায্য সংস্থাগুলোকে জরুরী পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানাই।”

বিবৃতিতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান প্রশাসন আরও ঘোষণা করেছে যে, নগদ আর্থিক সহায়তা ছাড়াও তাঁরা প্রয়োজনে স্বাস্থ্য বিভাগের জনবল ও উদ্ধারকারী দল পাঠাবেন।



 

প্রতিবেদক : ত্বহা আলী আদনান

8 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-ফিরদাউস নিউজ বুলেটিন || ফেব্রুয়ারি ১ম সপ্তাহ, ২০২৩ঈসায়ী
পরবর্তী নিবন্ধএবার কেনিয়ায় শাবাবের হামলা: ২২ ক্রুসেডার হতাহত, ৯টি শত্রুযান ধ্বংস