ভারতের উত্তর প্রদেশে নির্মাণাধীন একটি মসজিদে ভাংচুর চালিয়েছে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এর সদস্যরা। গত ১৫ ফেব্রুয়ারি, বুধবার হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা বান্দা জেলার বলখন্দি নাকা এলাকার কাছে অবস্থিত নির্মাণাধীন মসজিদটিতে ভাংচুরের হামলা চালায়।
হিন্দুত্ববাদী উগ্র জনতা মসজিদর দ্বিতীয় তলা তৈরি করাকে বেআইনি বলে দাবি করে। তারা মসজিদের জিনিসপত্র সড়কে ফেলে দেয় ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ভিএইচপি জেলা সভাপতি চন্দ্রমোহন বেদি বলেছে, প্রশাসন মসজিদের সংস্কারের জন্য অনুমোদন দিয়েছে। “মসজিদটি সংস্কার করার কথা ছিল, নতুন নির্মাণ করা নয়। আমরা এটা হতে দেব না।
হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা হট্টগোল ও মসজিদ ভাঙ্গচুর শুরু করায় অপারগ হয়ে মুসলিমরা পুলিশকে খবর দেয়। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে নীরব দর্শকের ভূমিকা পালন করে। ৩০ মিনিট ধরে চলে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের ভাঙ্গচুর আর গুন্ডামি।
পরে মুসলিমদের সমালোচনার মুখে বান্দার পুলিশ তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছে। যাতে বলেছে তদন্ত করা হচ্ছে। অথচ, তাদের সামনেই ঘটনা ঘটেছে। তারা কোনরুপ বাঁধা দেয়নি। হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আটকও করেনি।
উল্লেখ্য, এই হিন্দুত্ববাদী প্রশাসন প্রত্যক্ষ ও প্ররোক্ষভাবে মুসলিমদের উপর হামলা চালানোর জন্য সন্ত্রাসীদের মদদ দিয়ে থাকে। এর প্রমাণ দিল্লি গণহত্যাসহ বিভিন্ন ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
তথ্যসূত্র:
——–
1. UP: VHP, Bajrang Dal vandalise mosque claiming illegal construction ( The Siasat )
– https://tinyurl.com/3828hbw7
2. video link:
– https://tinyurl.com/bdhdfxyz
আহ, এই ভূমিটায় আমরা এক সময় ৭০০ বছর শাসন করছি,
ইনশাআল্লাহ আবারও এমন সময় আসবে, যখন আমরা আবার ঘুরে দাড়াবো নতুন শাসক রূপে, সে দিন আর এমন বেদনার কথা শোনা লাগবে না