আফগানিস্তান ইসলামি ইমারতের জনস্বাস্থ্য মন্ত্রণালয় আগামী অর্থ বছরে সমগ্র দেশজুড়ে দুই শত ক্লিনিক নির্মাণের ঘোষণা দিয়েছে।
অ্যারিয়ানা নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে জনস্বাস্থ্য মন্ত্রী কালানদার ইবাদ (হাফি.) জানিয়েছেন, আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থাকে তাঁরা মানোপযোগী করার চেষ্টা করছেন। যেন আফগানিস্তানের স্বাস্থ্যখাতের ক্ষমতা আন্তর্জাতিক মানের সমকক্ষ হয়।
মাননীয় মন্ত্রী বলেছেন, দেশে স্বাস্থ্যকর্মীদের সক্ষমতার বৃদ্ধির দিকেও নজর দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের সক্ষমতাও যেন আন্তর্জাতিক মানের হয়, সেজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিগত বছরের তুলনায় এবার জন্মকালীন মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও জানান জনস্বাস্থ্য মন্ত্রী ইবাদ।
এছাড়া, দেশে পোলিও ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। ২০২২ সালে আফগানিস্তান জুড়ে পোলিওতে আক্রান্ত হওয়ার কেবল একটি ঘটনা ঘটেছে।
তবে জনস্বাস্থ্য মন্ত্রী স্বাস্থ্য খাতে নানা সমস্যার কথাও জানিয়েছেন। তিনি বলেন, “স্বাস্থ্য ব্যবস্থায় এখনও এমন লোকেরা আছে, যারা উন্নত স্বাস্থ্য পরিষেবা সরবরাহে বাধা দেয়।” এসব লোককে সনাক্ত করে এদের থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে মুক্ত করার চেষ্টাও করা হচ্ছে বলে জানান আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রী কালানদার ইবাদ।
এদিকে জাবুল প্রদেশের প্রাদেশিক হাসপাতালে কিডনি চিকিৎসা কেন্দ্রের হেমোডায়ালাইসিস বিভাগ চালু করেছে ইসলামি ইমারতের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এটিতে খরচ হয়েছে ৪ মিলিয়ন আফগানি মুদ্রা। এই কেন্দ্রে কিডনি রোগীদের রক্ত ফিল্টার করা হবে।
পূর্বে এই চিকিৎসার জন্য জাবুল প্রদেশের লোকদেরকে অন্য প্রদেশে যেতে হতো। এখন থেকে তারা জাবুল প্রদেশেই চিকিৎসা নিতে পারবেন। জাবুল প্রদেশের স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন জাবুলের গভর্নর।
তথ্যসূত্র:
——-
1. Over 200 health centers to be built acroos the country
– https://tinyurl.com/mr2husbr
2. Kidney treatment center worth 4 million AFN opens in Zabul
– https://tinyurl.com/2tnv226m
Jajakallah
আলহামদুলিল্লাহ,, আল্লাহ মুজাহিদ ভাইদের কাজগুলো কবুল করুন আমিন।