বিহারে তিনজন মুসলিমকে হিন্দুদের মারধোর: একজন নিহত দুজন আহত

উসামা মাহমুদ

0
392

ভারতের বিহারে হিন্দুদের নির্মম মারধোরে একজন মুসলিম নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুজন মুসলিম। গত ২২ ফেব্রুয়ারি বুধবার রাতে গয়ার দিহা গ্রামে হিন্দু জনতা চোর আখ্যা দিয়ে তিনজন মুসলিমকে আটক করে পিটিয়েছে।

আক্রান্তরা হলেন, মুহাম্মদ বাবর (২৮), রুকনুদ্দিন আলম (৩২) এবং মুহাম্মদ সাজিদ (২৮)। হামলার একদিন পর, ২৩ ফেব্রুয়ারি মুহাম্মদ বাবর গুরুতর আঘাতের কারণে মারা যান। অপর দুইজন গুরুতর আহত অবস্থায় এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর সেখান থেকে তাদের পাটনার পিএমসিএইচ-এ স্থানান্তরিত করা হয়েছে।

হামলার শিকার মুসলিম ব্যক্তিদের পরিবারের সদস্যরা এটিকে একটি “টার্গেটেড কিলিং” এবং “মব লিঞ্চিং” বলে জানিয়েছেন।
তিনজনই দিহা থেকে ছয় কিলোমিটার দূরে কুরিসরাই গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার, নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয় মুসলিমরা হামলার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বেলাগঞ্জে গয়া-পাটনা সড়কে অবস্থান নেয়। বিক্ষোভকারীরা বাবরের অসহায় পরিবারের জন্য ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং একটি সরকারি চাকরির দাবি করে।
তবে সাম্প্রতিক অতীতে ভারতে মুসলিম নিধনের এজাতীয় ঘটনার বিচার হওয়ার কোন নজির নেই।

হিন্দুস্তান টাইমসের সাথে কথা বলার সময় মুসলিম ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেছেন, ঐ তিনজন কলকাতার একটি কারখানায় কাজ করতেন এবং শ্রমিক নিয়োগের জন্য দিহা গ্রামে গিয়েছিলেন।
সাজিদের বাবা সাবির আলী বলেন, দিহা গ্রামের কিছু লোক তাদের ধরে নির্দয়ভাবে মারধর করে।



তথ্যসূত্র:
——-
1. Bihar: Lynched Muslim man, injured booked for theft, families allege foul play, police forms SIT as protest erupts
https://tinyurl.com/ms4esu9x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানে শরিয়া শাসন || দেশজুড়ে ২০০ ক্লিনিক নির্মাণ করবে ইসলামি ইমারত
পরবর্তী নিবন্ধইহুদিদের পাশবিক থাবায় রক্তাক্ত ফিলিস্তিন: নিহত ১৩ শিশুসহ ৬৫ মুসলিম