এবারে ভারতের কাশী ও মথুরাতেও বাবরির মতো মসজিদ ভেঙ্গে মন্দির বানানোর ঘোষণা দিয়েছে কর্ণাটকের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা। ইসলাম ও মুসলিম বিদ্বেষী বক্তৃতার জন্য কুখ্যাত এই মন্ত্রী আবারও ভাইরাল হয়েছেন এই ঘোষণা দিয়ে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, বিজেপি বিধায়ক কেএস ঈশ্বরাপ্পা বলেছে, ‘মোদি ২০২৪ সালে আবার প্রধানমন্ত্রী হবে। মথুরা এবং কাশীতে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল, সেই মসজিদগুলিও বাবরি মসজিদের মতই ধ্বংস করা হবে। সেখানেও অযোধ্যার মতই মন্দির পুননির্মাণ করা হবে।’
হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে মুঘল আমলে নির্মিত মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির নির্মাণ করছে ভারতীয় প্রশাসন। প্রথমে, হিন্দু ধর্মগুরুদের উসকানিতে এক দল উগ্র হিন্দু বাবরি মসজিদকে শহীদ করে দেয়। তারপর সরকারি ক্ষমতার প্রভাব খাটিয়ে আদালতের মাধ্যমে সকল প্রতিষ্ঠিত প্রমাণের বিরুদ্ধে গিয়ে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের ঘোষণা দেয় মোদি সরকার।
কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে সমালোচিত রাজনৈতিক দল বিজেপি ২০১৯ সালের নির্বাচনী ইশতিহারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছিল যে, বিজেপি ক্ষমতায় গেলে রাম মন্দির নির্মাণ করা হবে। তাদের ইশতেহারে বলা হয়েছিল, বিজেপি ফের ক্ষমতায় এলে সংবিধান অনুসারেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা হবে।
এরই ধারাবাহিকতায় রাম রাজ্য প্রতিষ্ঠার সংকল্প করা হিন্দুত্ববাদী সংগঠনগুলো এখন ভারতের অন্যান্য ঐতিহ্যবাহী মসজিদ ও স্থাপনাগুলোর দিকে নজর দিচ্ছে, প্রকাশ্যে হুমকি-ধামকি দিচ্ছে। রাম রাজ্যের প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক রূপ কেমন হবে সেটাও প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা।
ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আশা ব্যক্ত করে কর্ণাটকের বিজেপি বিধায়ক কেএস ঈশ্বরাপ্পা কিছুদিন আগে বলেছিল, ‘ভবিষ্যতে গেরুয়া পতাকাই হবে দেশের (ভারতের) জাতীয় পতাকা।’
এই বিজেপি মন্ত্রী আরও বলেছে, ‘ভবিষ্যতে এদেশে হিন্দু ধর্মের উত্থান হবে। সেই সময় আমরা লাল কেল্লায় তা (গেরুয়া পতাকা) উত্তোলন করব।… এখন না হলেও ভবিষ্যতে লাল কেল্লায় গেরুয়া পতাকা উত্তোলন করা হবেই।’
নরেন্দ্র মোদির বিজেপি, আরএসএস, ভিএইচপি এবং সমমনা হিন্দুত্ববাদী সংগঠনগুলোর এমন প্রকাশ্য ঘোষণা এবং রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভারত থেকে ইসলামের নিদর্শনসমূহ নিশ্চিহ্ন করে দেয়ার প্রচেষ্টা থেকে সহজেই বুঝা যায় যে, সামনে ভারতীয় মুসলিমদের জন্য কেমন পরিণতি অপেক্ষা করছে। একদিকে ভারতের হিন্দুত্ববাদী নেতাকর্মী আর ধর্মগুরুরা একেরপর এক মুসলিম বিদ্বেষী ইস্যু তৈরী করে মেরুকরণ করে যাচ্ছে। অন্যদিকে, প্রকাশ্য রাষ্ট্রীয় সহায়তায় রাম মন্দির নির্মাণ, মাদ্রাসা ধ্বংস, মুসলিম বসতি উচ্ছেদ, এনআরসি, CAAB এর মতো ইসলাম ও মুসলিম বিদ্বেষী কার্যক্রম চলছে।
তথ্যসূত্র:
——-
1. In line with the approaching Karnataka polls, BJP MLA KS Eshwarappa gives anti-Muslim speech.
– https://tinyurl.com/bdhw4cpm
2. ভবিষ্যতে গেরুয়াই ভারতের জাতীয় পতাকা হতে পারে : বিজেপি মন্ত্রী –
https://tinyurl.com/db3sptrr