ভারতের কর্ণাটকে এক হিন্দু মেয়ের সাথে কথা বলার কারণে একজন মুসলিম ছাত্রের উপর এক দল উগ্র হিন্দু হামলা চালিয়েছে। হামলার শিকার ১৭ বছর বয়সী মোহাম্মদ ফারিস পুট্টুরের সরকারী প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ফারিস তার এক মেয়ে সহপাঠীর সাথে জুস খাচ্ছিলেন। এতে একদল হিন্দুত্ববাদী কর্মী লোহার রড দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়েছে। গত ২ মে দক্ষিণ কন্নড় জেলায় এ ঘটনা ঘটেছে।
ফারিস বারবার আক্রমণকারীদের বুঝানোর চেষ্টা করে যে, তারা মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। কিন্তু তারা তার কথায় কোনো কান দেয়নি। ফারিস বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস এর রিপোর্ট অনুসারে ফারিস তার সহপাঠীর সাথে কথা বলার সময়, চারজন হিন্দু তাকে একপাশে ডেকে নিয়ে মারধর করে। হামলাকারী হিন্দুরা হচ্ছে দীনেশ গৌড়, প্রজওয়াল, নিশান্ত কুমার এবং প্রদীপ।
এ ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
তথ্যসূত্র:
——
1. Muslim student assaulted with rod for speaking to female Hindu friend in Karnataka
–https://tinyurl.com/2xp368bk