উত্তর প্রদেশের সিতাপুরে এক বয়োজ্যেষ্ঠ মুসলিম দম্পতিকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। রাজ্যের হারগাঁও থানাধীন রাজেপুর গ্রামে গত ১৮ আগস্ট শুক্রবার হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে।
পিটিআই ও মাকতুব মিডিয়া সূত্রে জানা যায়, ঐ দম্পতির ছেলেকে কথিত লাভ জিহাদের অজুহাতে ইতিপূর্বে গ্রেফতার করা হয়েছিল। ঐ হিন্দু মেয়ের পরিবার ছেলেটির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল, যার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে আবার আদালতে জামিন পেয়ে ছেলেটি কিছুদিন আগেই জেল থেকে বের হয়ে আসে।
সিতাপুর পুলিশ বলছে যে, যখন ছেলেটি জামিনে বের হয়ে আসে, এর পরেই হিন্দু মেয়েটির পরিবারের কয়েকজন সদস্য মিলে ছেলের বাড়িতে আক্রমণ চালানো ও হত্যাকাণ্ড সংঘটিত করার পরিকল্পনা করে। এরপর ঘটনার দিন তারা ছেলের মা-বাবা অর্থাৎ ঐ বৃদ্ধ দম্পতিকে রোড ও লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই খুন করে।
মূল অভিযুক্তরা ঘটনার দিন থেকেই পলাতক রয়েছে। তবে পুলিশ এই মামলায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতারের দাবি করেছে।
কিন্তু এই জাতীয় ঘটনায় ইতিপূর্বে দেখা গিয়েছে যে, পুলিশ-প্রশাসন ঘটনা ভিন্ন খাটে প্রভাবিত করে জড়িত হিন্দুদের বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে কথিত লাভজিহাদের সাথে জড়িত হত্যার ঘটনাগুলোয় মুসলিমরা ন্যায়বিচার পাওয়ার সাম্প্রতিকতম কোন নজির নেই বললেই চলে।
তথ্যসূত্র:
1. UP: Muslim couple beaten to death after son elopes with Hindu girl
– https://tinyurl.com/ynxup5e6