সুইডেনে আবারো কুরআন অবমাননা, প্রতিবাদ করায় গ্রেফতার ১০

ইউসুফ আল-হাসান

0
407

আবারও পবিত্র কুরআন অবমাননা করেছে সুইডেন। দেশটিতে বসবাসরত ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকা এ ঘটনা ঘটিয়েছে। তীব্র ইসলাম বিদ্বেষী এ শরনার্থী আরও একাধিকবার পবিত্র কুরআন পুড়িয়েছে। তবে এবারে পবিত্র কুরআনে আগুন দেয়ার সময় স্থানীয় মুসলিমরা এর প্রতিবাদ করে।

জানা যায়, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকালে দেশটির মালমো শহরে কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় মোমিকা। এর জেরে শতাধিক লোক জড়ো হয় স্থানটিতে। এ সময় উপস্থিত জনতা টায়ারে আগুন লাগিয়ে প্রতিবাদ শুরু করে। পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মোমিকাকে আক্রমণ করে অনেকে। এ সময় তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে স্থানটিতে।

এমন পরিস্থিতিতে অপরাধী মোমিকাকে গ্রেফতার না করে উল্টো পরিস্থিতি অশান্ত করার অযুহাতে ১০ জন প্রতিবাদকারী মুসলিমকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় কুরআন অবমাননার নিন্দা না জানিয়ে উল্টো প্রতিবাদকারী সাধারণ জনতার বিপক্ষে অবস্থান নিয়ে নিন্দা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।

উল্লেখ্য যে, গত কয়েকমাস আগে বাকস্বাধীনতার অযুহাতে পবিত্র কুরআন অবমাননার জন্য সরকারি অনুমতি দেয় দেশটি।



তথ্যসূত্র:

1. Clashes erupt in Sweden’s third largest city after another Quran burning
https://tinyurl.com/3vwadh75

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইরান ও আফগানের পররাষ্ট্রমন্ত্রীর তুমুল বাকযুদ্ধ
পরবর্তী নিবন্ধঅস্ট্রিয়ায় মসজিদে শুকরের মাথা ঝুলিয়ে দিলো ইসলাম বিদ্বেষীরা