কেনিয়ায় শাবাবের ৫ অভিযানে অন্তত ২২ সৈন্য নিহত

- আলী হাসনাত

0
468

সম্প্রতি পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সামরিক বাহিনীর বিরুদ্ধে ৫টি অভিযান চালিয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব। এর ২টিতেই কেনিয়ান সামরিক বাহিনীর ২২ সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রমতে, প্রতিরোধ যোদ্ধারা চলতি সেপ্টেম্বর মাসের ১০ তারিখ কেনিয়ার উপকূলীয় রাজ্য লামুতে একাধারে ২টি অভিযান পরিচালনা করছেন। শাবাব যোদ্ধারা তাদের প্রথম অভিযানটি পরিচালনা করছেন রাজ্যের মিলিমানি এলাকার কাছে সেনাবাহিনীর একটি যান লক্ষ্য করে। শাবাবের লাগানো বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে সাঁজোয়া যানটি ধ্বংস হয়ে যায় এবং তাতে আরোহী ১২ কেনিয়ান সৈন্য নিহত হয়।

অনুরূপ, রাজ্যটির হিন্দি শহরের কাছেও সেনাবাহিনীর একটি সামরিক যান লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন মুজাহিদগণ। এই আক্রমণেও সেনাবাহিনীর আরও ১০ সদস্য নিহত হয়। সেই সাথে সাঁজোয়া যানটি ধ্বংস হয়ে যায়।

এরপর গত ১২ সেপ্টেম্বর তারিখে কেনিয়ার গারিসা রাজ্যের বুরি জেলায় আক্রমণ চালান মুজাহিদগণ। আক্রমণটি এই জেলায় অবস্থিত কেনিয়ান সেনবাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। এতে ঘাঁটির ভেতর অবস্থানরত বেশ কিছু কেনিয়ান সৈন্য হতাহত হয় এবং অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে যায়।

সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর বুধবার, দেশটির মান্দিরা রাজ্যের লাফেই জেলায় সামরিক অভিযান পরিচালনা করেন মুজাহিদগণ। অভিযানটি এই জেলার অন্তর্গত ধামাস এলাকায় কেনিয়ান সেনাদের একটি অবস্থান লক্ষ্য করে চালানো হয়।

একই এলাকায় গত সপ্তাহের সোমবারও একটি অভিযান চালান মুজাহিদগণ। এক সপ্তাহের মধ্যেই এলাকাটিতে মুজাহিদদের পরিচালিত পরপর ২টি অভিযানে কেনিয়ান সেনাবাহিনীর বেশ কিছু সৈন্য হতাহত হয় এবং অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধম্যাক্রোঁ রাহুল আনন্দের সাক্ষাতের নেপথ্যে কী
পরবর্তী নিবন্ধশত্রুর আকাশ সক্ষমতা ধ্বংসে মালিতে আল-কায়েদার বহুমুখী অভিযান