দখলীকৃত পশ্চিম তীরের জেনিনে একটি উদ্বাস্তু শিবিরে অভিযান চালানোর সময় ইসরাইলি সেনারা একটি মসজিদে অনুপ্রবেশ করে মাইকে ইহুদিদের ধর্মীয় সংগীত গেয়ে মসজিদের অবমাননা করেছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মসজিদের লাউড স্পিকারে ওই ইসরায়েলি সেনা ইহুদিদের ধর্মীয় সংগীত ‘হানুক্কা’ গেয়েছে।
Israeli soldiers occupy a mosque and sing Hebrew songs through its external speakers in #Jenin#Gaza #Gaza_War #IsraelIsAnApartheidState #IsraelTerrorists #IsraelWarCrimes #GazaGenocide #Gaza_under_attack #GazaUnderAttack #gazaholocost pic.twitter.com/yGgOJyLSkX
— Mohamed Salah (@msbnouni) December 14, 2023
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে, ইহুদিদের উৎসব সম্পর্কিত এই ‘হানুক্কা’ গান গাওয়ার সময় ভিডিওধারণকারী ব্যক্তি হাসছে; সে নিজেও গান গাইছিল তখন।
অন্য একটি ভিডিও ক্লিপে মসজিদের ভেতরে সৈন্যদেরকে মাইক্রোফোনে ইহুদি প্রার্থনা পাঠ করতেও দেখা যায়।
উল্লেখ্য, গাজায় চলমান আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ১৬৭টি মসজিদ ধ্বংস কররে দিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। গত ১২ ডিসেম্বর জাবালিয়া শরণার্থী শিবিরের আল মিম্বার মসজিদেও হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।
তথ্যসূত্র:
1. Israeli army says it mistakenly killed three captives held in Gaza
– https://tinyurl.com/4p2ks3fa
2. Israeli soldiers recite Jewish prayers, Hannukah songs inside Jenin mosque
– https://tinyurl.com/f5j38wjm
3. Israel-Gaza war in maps and charts: Live tracker
– https://tinyurl.com/42cfrpxs
4. Israeli soldiers invade a Mosque in Jenin and sing Talmudic songs from the mosque’s pulpit.
– https://tinyurl.com/4ajczct9