১৩টি ট্যাংকারে আনা নিম্নমানের তেল ইরানে ফেরত পাঠালো আফগান কর্তৃপক্ষ

- সাইফুল ইসলাম

2
740

ইমারতে ইসলামিয়ার জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইরান থেকে আসা ১৩টি ট্যাংকারে আনা নিম্নমানের তেল আবার ইরানে ফিরিয়ে দিয়েছেন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রেস রিলিজে বলেছেন, ফারাহ সীমান্ত দিয়ে ইরান থেকে ১৩টি তেলের (ডিজেল ও পেট্রোল) ট্যাংকার এসেছিল। এগুলো নিম্নমানের হওয়ায় ইরানে আবার ফেরত পাঠানো হয়েছে।

সম্প্রতি জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিম্নমানের তেলের আমদানি প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিয়েছেন। ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে কয়েকশত নিম্নমানের পেট্রোলিয়াম পণ্য ভর্তি ট্যাংকার ফেরত পাঠানো হয়েছে।

সকল ব্যবসায়ীদের ভালো মানের পণ্য আমদানি করতে অনুরোধ করেছেন কর্তৃপক্ষ। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।



 

তথ্যসূত্র:
1. ANSA returns 13 low quality oil tankers to Iran
http://tinyurl.com/45vmf9my

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ নিহত ৯০
পরবর্তী নিবন্ধইহুদি দখলদারদের খাদ্য সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি-জর্দান জোট