সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভিযানের মাধ্যমে শরিয়াহ্ শাসিত এলাকার পরিধি বাড়াচ্ছেন ‘জেএনআইএম’ যোদ্ধারা। এই লক্ষ্য প্রতিরোধ বাহিনীটি গত ২০২৩ সনের ডিসেম্বর মাসে মালির জান্তা সামরিক বাহিনীর বিরুদ্ধে অন্তত ২৫ টি অভিযান পরিচালনা করছে।
স্থানীয় সূত্রমতে, ডিসেম্বর মাসে মালির জান্তা সরকারি বাহিনীর ৬টি সামরিক ঘাঁটিতে সমন্বিত অভিযান চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। এতে জান্তা সামরিক বাহিনীর অন্তত ৪০০ সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও অসংখ্য সৈন্য।
এদিকে প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’ সংশ্লিষ্ট আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, সে মাসে জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের মুজাহিদগণ মালির জান্তা সরকারি বাহিনীকে লক্ষ্য করে ছোট-বড় অন্তত ২৫টি অভিযান পরিচালনা করেছেন। এরমধ্যে টিম্বাকটু সামরিক ঘাঁটিতে পরিচালিত এক অভিযানেই জান্তার ১২৫ সৈন্য হতাহত হয়, মাসিনা রাজ্যের সেনা ঘাঁটিতে পরিচালিত অভিযানে ৯১ সৈন্য হতাহত হয় এবং মোপ্তি রাজ্যে সামরিক ঘাঁটিতে পরিচালিত অভিযানে ৭০ সৈন্য নিহত হয়। এমনিভাবে নারা রাজ্যে সামরিক ঘাঁটিতে পরিচালিত অভিযানে অন্তত ৩০ সৈন্য নিহত হয়।
বীরত্বপূর্ণ এই অভিযানগুলো ছাড়াও ‘জেএনআইএম’ যোদ্ধারা টিম্বাকটু বিমানবন্দর এবং বির শহরে ৩টি অভিযান পরিচালনা করেছেন। মাসিনা রাজ্যের কয়েকটি শহরে ৮টি অভিযান চালিয়েছেন, এতে শত্রু বাহিনীর ৬টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। অপরদিকে কিদাল রাজ্যের একটি সামরিক ঘাঁটিতে অতর্কিত আক্রমণ সহ বিভিন্ন শহরে ওয়াগনার এবং মালিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে আরও ৮টি অভিযান পরিচালনা করছেন মুজাহিদগণ, যাতে শত্রু বাহিনীর ৬টি যান ধ্বংস হয়েছে। তবে মুজাহিদদের এসকল অভিযানে কত সংখ্যক শত্রুসেনা হতাহত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায় নি।
অপরদিকে মাসিনা রাজ্যের মারজা এলাকায় মালিয়ান সেনাবাহিনীর একটি বহরে অতর্কিত আক্রমণ চালান মুজাহিদগণ। এই অভিযানে ৫ সৈন্য নিহত হয়, সেই সাথে শত্রুর ব্যবহৃত ৩টি গাড়ি ধ্বংস হয়।
এমনিভাবে টিম্বুকটো রাজ্যের গুন্দাম বিমানবন্দরের সামনে সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটান মুজাহিদগণ। এতে গাড়িটি ধ্বংস হয়ে যায়, সেই সাথে এতে আরোহী ২ সৈন্য নিহত এবং অপর ৩ সৈন্য গুরুতর আহত হয়।