আফগানিস্তানের গজনি শহরে ১৫ টি সামাজিক উন্নয়ন প্রকল্প সফলভাবে সম্পন্ন করে সেগুলোর কার্যক্রম শুরু করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ১১.৩ মিলিয়ন আফগানি অর্থমূল্য খরচ হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক প্রেস অফিস।
প্রকল্পগুলোর মধ্যে ১.৪ মিলিয়ন আফগানি মূল্যে নির্মিত একটি পাবলিক টয়লেট, ১.৬ মিলিয়ন আফগানি মূল্যে নির্মিত একটি সেতু এবং ৮.৩ মিলিয়ন আফগানি মূল্য ব্যয়ে শহরের অভ্যন্তরে ১৩ টি উপ-রাস্তার উন্নয়ন কার্যক্রম অন্তর্ভূক্ত ছিলো বলে জানিয়েছেন গজনি পৌর মেয়র মৌলভি মোহাম্মদ নবী হামজাহ।
সম্মানিত মেয়র মহোদয় আরও বলেন যে, প্রকল্পগুলো বাস্তবায়নের পিছনে প্রাথমিক উদ্দেশ্য হল শহরের সৌন্দর্য্য বর্ধন এবং শহরবাসীকে প্রয়োজনীয় সুবিধা প্রদান করা। তিনি আরো অধিক জনহিতকর প্রকল্প বাস্তবায়নে পৌরসভার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গজনি পৌরসভা ইতিমধ্যে শহরের সুবিধা নিশ্চিত করতে বছরব্যপী অসংখ্য মেগাপ্রজেক্ট ও ক্ষুদ্র জনকল্যাণমূলক প্রকল্প হস্তান্তর করেছে, যেগুলোতে কয়েক মিলিয়ন আফগানি ব্যয় করা হয়েছে।
তথ্যসূত্র:
1. Ghazni Municipality commissions 15 projects worth over 10 million AFN
– http://tinyurl.com/3fdx7jy5