শাবাবের হাতে জাতিসংঘের অস্ত্র বোঝাই হেলিকপ্টারসহ ৮ ক্রু আটক

- আলী হাসনাত

0
544

সোমালিয়ায় জাতিসংঘের একটি সামরিক সরবরাহ হেলিকপ্টার প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের হাতে আটক হয়েছে বলে জানা গেছে। এসময় হেলিকপ্টারটিতে ৮ জন ক্রু ছিলো।

সূত্রমতে, গত ১০ জানুয়ারি বুধবার সকালে জাতিসংঘের একটি সামরিক হেলিকপ্টার জালাজদুদ রাজ্যের খিন্দর শহরে ভুলবশত অবতরণ করে। হেলিকপ্টারটি বালদাউইন শহর থেকে উইসিল জেলায় জাতিসংঘের সামরিক বাহিনীর জন্য অস্ত্র সরবরাহ করার লক্ষ্যে উড্ডয়ন করেছিল।

কিন্তু ভুলবশত সেটি এমন এলাকায় অবতরণ করেছে, যেটি আল-কায়েদা পূর্ব আফ্রিকা শাখা খ্যাত ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব দ্বারা নিয়ন্ত্রিত সরিয়া শাসিত অঞ্চল।
ফলশ্রুতিতে জাতিসংঘের অস্ত্র বোঝাই হেলিকপ্টার ও তাতে থাকা ৮ ক্রু শাবাব মুজাহিদদের হাতে আটক হয়েছে।

জালাজদুদ রাজ্যে নিযুক্ত পশ্চিমা সমর্থিত নিরাপত্তা মন্ত্রী বিবিসিকে জানায়, হেলিকপ্টারটিতে সমস্যা হয়েছিল। ফলে খিন্দর এলাকায় জরুরি অবতরণ করেছিল। হেলিকপ্টার এবং এর ক্রুরা আশ-শাবাবের হাতে বন্দী হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১১ জানুয়ারি, ২০২৪
পরবর্তী নিবন্ধইসরায়েলকে বয়কট সংক্রান্ত পোস্টার লাগানোয় কেরালার ৬ শিক্ষার্থী আটক