লেবাননের বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হওয়া হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরির দুই বোনকে ইসরায়েলি বাহিনী ধরে নিয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিডলইস্ট মনিটর। তারা হলেন- দালাল আল-আরৌরি (৫২) এবং ফাতিমা আল-আরৌরি (৪৭)। নিহত হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরি ও অন্যান্য মুজাহিদদের ছবি হাতে ফিলিস্তিনিরা।
জানা যায়, গত ১৪ জানুয়ারি ভোরে দখলদার সেনারা সাঁজোয়া যান ও সামরিক জিপে করে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় প্রবেশ করে। পাশাপাশি তারা জালাজোন শরণার্থী শিবিরে হানা দেয়। এ সময় ইসরায়েলি সেনারা বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে অন্তত ১৫ ফিলিস্তিনিকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দখলদার ইসরায়েলি বাহিনী। আটকদের মধ্যে সালেহ আল-আরৌরির দুই বোন রয়েছেন।
দুই বোনের মধ্যে একজনের ছেলে বার্তা সংস্থা ওয়াফাকে জানিয়েছেন, তার মাকে গ্রেপ্তার করতে ইসরায়েলি বাহিনী তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় সেনারা তাকে লাঞ্ছিত করে এবং বাড়ি ভাঙচুর করে মামা সালেহ আল-আরৌরির ছবি নিয়ে যায়।
তথ্যসূত্র:
1. Israel arrests sisters of late senior Hamas leader in West Bank
– http://tinyurl.com/2kv3e9j3