আল-কাসসামের অ্যাম্বুশে ১৫ জায়োনিস্ট নিহত, ধ্বংস ৪টি সাঁজোয়া যান

- আলী হাসনাত

0
172

গাজা উপত্যকায় জায়োনিস্ট ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়ছেন প্রতিরোধ যোদ্ধারা। গতকালও আল-কাসসাম ঘোষণা করেছে যে, তাদের এক অভিযানে অন্তত ১৫ জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে।

সূত্রমতে, আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা গত ২রা ফেব্রুয়ারী গাজা উপত্যকার পশ্চিমে একটি সফল অভিযান পরিচালনা করছেন। অভিযানটি আল-জাওজাত অঞ্চলের কেন্দ্রীয় আরাফাত শহরে জায়োনিস্ট ইহুদি বাহিনীর বড় একটি দলকে টার্গেট করে চালানো হয়েছে।

আল-কাসসাম যোদ্ধারা প্রথমে জায়োনিস্ট বাহিনীর উক্ত দলটিকে টার্গেট করে ৩টি “আল-ইয়াসিন ১০৫” শেল দিয়ে সরাসরি আঘাত করেন। একইসাথে দলটিকে মর্টার শেল দ্বারাও লক্ষ্যবস্তু বানান তাঁরা। এরপর ছত্রভঙ্গ হয়ে পড়া জায়োনিস্ট সৈন্যদের টার্গেট করে করে গুলি চালাতে শুরু করেন মুজাহিদগণ।

ফলশ্রুতিতে জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর ৩টি ট্যাঙ্ক ও ১টি সাঁজোয়া যান ধ্বংস হয়। আর সেই সাথে দলটির অন্তত ১৫ সৈন্য নিহত হয় এবং অন্য সৈন্যরা আহত হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধে ক্ষতিগ্রস্ত ৪৪টি সামরিক যান মেরামত করলো ইমারাতে ইসলামিয়া সরকার
পরবর্তী নিবন্ধভিডিও || জায়োনিস্ট বাহিনীর অবস্থানে আল-কুদস ব্রিগেডের আক্রমণ