• রাফাহ থেকে ফিলিস্তিনি জনসাধারণকে উচ্ছেদ এবং ‘অবশিষ্ট হামাস ব্যাটালিয়ন’কে পরাজিত করার ব্যাপারে জায়োনিস্ট বাহিনীকে পরিকল্পনা সাজাতে বলেছে নেতানিয়াহু।
• রাফাহতে ইসরায়েল হামলা চালালে সেখানে সর্বনাশা পরিস্থিতির সৃষ্টি হবে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
• নাসের হাসপাতালের বাহিরে অন্তত ২১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি স্নাইপাররা। নিহতদের মধ্যে হাসপাতালের কর্মীরাও আছে।
• আল-আমাল হাসপাতালে স্টাফ ও রোগীদের গ্রেফতার করছে ইসরায়েলি বাহিনী। এমন তথ্য জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।
• জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গাজায় ৫ বছরের কম বয়সী ১০ ফিলিস্তিনি শিশুর মধ্যে অন্তত ১ জন তীব্র অপুষ্টিতে ভুগছে।
• গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৭,৯৪৭ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৬৭,৪৫৯ জন।
• গাজা শহরের পশ্চিমে আল-কাতিবা এলাকায় অনুপ্রবেশের সময় এক দল জায়োনিস্ট বাহিনীকে মর্টার শেল হামলা চালিয়ে ধ্বংস করেছেন।
• খান ইউনিসের আবাসান এলাকায় একদল জায়োনিস্ট সৈন্যের উপর অ্যান্টি পার্সনেল বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছে আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে ৭ জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে। মুজাহিদগণ হামলা শেষে ঘাঁটিতে নিরাপদে ফিরে এসেছেন।
• গাজায় আগ্রাসন চালানোর পর থেকে জায়োনিস্ট বাহিনীর অন্তত ৫৬৪ সৈন্যকে নিহত করেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। আহত করেছেন আরও অন্তত ২৮৪০ সৈন্যকে। কিন্তু হাসপাতালগুলোর সূত্র জানায়, ৬৫০০-এরও অধিক জায়োনিস্ট সৈন্য আহত হয়েছে।