আরও একজন ইসরায়েলি সৈন্যের মৃত্যু, বাড়ছে যুদ্ধ ফেরত ইসরায়েলিদের সংক্রমণ

- ফিলিস্তিন প্রতিনিধি

0
279

গাজা উপত্যকায় দখলদার সৈন্যদের মধ্যে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও একজন সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করেছে।

ইসরায়েলি মিডিয়াগুলি বলেছে, একজন ইসরায়েলি রিজার্ভ সৈন্য গাজা উপত্যকায় আঘাতের কারণে মারা গেছে। নিহত সৈনিকের প্রাথমিক আঘাতের পরে একটি গুরুতর ছত্রাকের সংক্রমণ ঘটে, এরপর তাকে বিশেষ চিকিৎসা দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সে মারা যায়।

৪ঠা ফেব্রুয়ারি, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনির সাথে তীব্র সংঘর্ষের মধ্যে দক্ষিণ গাজা উপত্যকায় একজন সৈন্য নিহত হয়েছে। নিহত সৈনিক হারেল ব্রিগেডের ৯২৪ তম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিল।

ইসরায়েলি মিডিয়া জানুয়ারির শুরুতে জানিয়েছিল, গাজা যুদ্ধের শুরু থেকে তাদের প্রায় ১,৬০০ সৈন্য আহত হয়েছে। আর এখন ইসরায়েলি স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে, গাজার যুদ্ধ থেকে ফিরে আসা সৈন্যদের পায়ে ছত্রাকজনিত সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে।

উল্লেখ্য, গাজা উপত্যকায় স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা বর্তমানে ২২০ ছাড়িয়েছে। আর ইসরায়েলি মিডিয়া অনুসারে, ৭ অক্টোবর থেকে নিহত সৈন্যের সংখ্যা ৫৬০ এরও বেশি।


তথ্যসূত্র:
1. IOF admits death of soldier during confrontations in Gaza
http://tinyurl.com/cnju5m5s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে টিটিপির অ্যাম্বুশে সামরিক বাহিনীর অন্তত ১৬ সদস্য হতাহত
পরবর্তী নিবন্ধ“আল ফিরদাউস” এর মিডিয়া আউটলেটের বর্তমান লিঙ্কসমূহ