ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১২ ফেব্রুয়ারি, ২০২৪

- সাইফুল ইসলাম

0
89

রাফাহতে হেপাটাইটিস-এ এবং ডায়রিয়া ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ। রাফাহতে এখন ১৩ লাখের বেশি ফিলিস্তিনি অবস্থান করছেন।

এর আগে ফিলিস্তিনিদেরকে রাফাহতে আশ্রয় নিতে বলেছিল সন্ত্রাসবাদী ইসরায়েল। এখন রাফাহ থেকেও তাদের বিতাড়িত করতে চায় দখলদার ইসরায়েল।

দখলদার ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ২৮,৩৪০ জন ফিলিস্তিনি।

১২ই জানুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

– খান ইউনিসের পূর্বে আবাসান আল-কাবিরা এলাকায় কাছাকাছি অবস্থান থেকে জায়োনিস্ট বাহিনীর মোকাবেলা করেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে ১০ জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে।
– খান ইউনিসের আবাসান আল-কাবিরা এলাকাতেই একদল জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর অ্যান্টি পার্সনেল ডিভাইস বিস্ফোরিত করেছেন। এতে শত্রুসেনারা আহত ও নিহত হয়েছে।
– গাজায় জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত বোমা হামলায় আহত ৮ ইসরায়েলি বন্দীর মধ্যে আরও ২ বন্দী নিহত হয়েছে বলে জানিয়েছে আল-কাসসাম ব্রিগেড।

মুজাহিদিন ব্রিগেড:

– আল-সাবরা এলাকায় একটি বাড়িতে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট বাহিনী। ববি-ট্র্যাপ বিস্ফোরিত করে জায়োনিস্ট বাহিনীর সেই দলকে হতাহত করেছেন প্রতিরোধ যোদ্ধারা।
– দক্ষিণ গাজায় জায়োনিস্ট বসতিতে রকেট হামলা করেছেন।
– আরপিজি দিয়ে একটি জায়োনিস্ট সামরিক যান ধ্বংস করেছেন।
– গাজার শিল্পাঞ্চলে একটি তানডেম শেল দিয়ে জায়োনিস্ট এপিসি গুড়িয়ে দিয়েছেন।

নাবলুস ও জেনিনে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। জায়োনিস্ট বাহিনীর সামরিক যানে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅবৈধভাবে মসজিদ-মাদ্রাসা ধ্বংস, ৬ মুসলিমকে হত্যা, যা হচ্ছে উত্তরাখণ্ডে
পরবর্তী নিবন্ধ“২০২৪ সালের নির্বাচনের আগেই সিএএ কার্যকর হবে”- হিন্দুত্ববাদী নেতা অমিত শাহ