প্রতিরোধের মুখে শহর ছেড়ে পালালো মোগাদিশু বাহিনী: হতাহত অন্তত ২০

1
141

সোমালিয়ার জালাজদুদ রাজ্যে শত্রু সেনাবাহিনীর একটি অভিযান ব্যর্থ করার ঘোষণা দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এতে সোমালি সামরিক বাহিনীর ২ অফিসার সহ অন্তত ২০ সেনা সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

শাহাদাহ এজেন্সির সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি সোমবার মধ্য সোমালিয়ার জালাজদুদ রাজ্যের ইলাদির শহরে হামলা চালানোর চেষ্টা করে মোগাদিশু সরকারি বাহিনী। প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব দীর্ঘদিন ধরেই শহরটি নিরাপত্তা দায়িত্বে রয়েছেন। ফলে মোগাদিশু বাহিনী শহরটির কাছাকাছি পৌঁছা মাত্রই শাবাব যোদ্ধাদের তীব্র আক্রমণের মুখোমুখি হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শাবাব যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে মোগাদিশু সরকারি বাহিনীর ২ অফিসার সহ অন্তত ৭ সৈন্য নিহত হয়েছে। সেই সাথে আরও ১৩ এরও বেশি সৈন্য আহত হয়েছে। বাকি সৈন্যরা পিকা অস্ত্র এবং বেশ কয়েকটি মেশিনগান সহ প্রচুর সরঞ্জাম ফেলে রেখেই শহরটি থেকে পালিয়ে গেছে।

১টি মন্তব্য

Leave a Reply to আব্দুল্লাহ আল নোমান প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২০ ফেব্রুয়ারি, ২০২৪
পরবর্তী নিবন্ধগণহত্যার ১৩৬তম দিন: গাজায় ইসরায়েলি বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক লোক নিহত