বুরকিনায় সেনা কনভয় ও টহল দলে প্রতিরোধ যোদ্ধাদের ৮ অভিযান

0
132

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর ৩টি সেনা কনভয় ও ৫টি টহল দলকে টার্গেট করে অভিযান পরিচালনা করেছেন বলে জানিয়েছে প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’।

দলটির সাথে সংশ্লিষ্ট আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুযায়ী, প্রতিরোধ যোদ্ধারা গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার, ফাদানগোরমা রাজ্যে জান্তা বাহিনীর ২টি কনভয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছেন। রাজ্যেটির সিসি ও নাগারী গ্রাম অতিক্রমকালে কনভয়গুলো টার্গেট করে অর্ধডজন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে ঘটানোর মাধ্যমে আক্রমণটি চালানো হয়। এতে শত্রু বাহিনীর একাধিক যান ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

প্রতিরোধ যোদ্ধারা এদিন বাঙ্গুরা রাজ্যের এর্না, বয়াোরো এবং জিগওয়ে গ্রামে শত্রু বাহিনীর ৩টি টহলদলকেও টার্গেট করেন। মুজাহিদগণ শত্রু টহলদলগুলোকে লক্ষ্য করে পর পর ১২টি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটান। ফলে জান্তা বাহিনীতে হতাহতের পাশাপাশি প্রচুর বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।

এরপর ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বুরকিনান সেনাবাহিনীর আরও একটি সামরিক কনভয়কে লক্ষ্যবস্তু করেন মুজাহিদগণ। কনভয়টি যখন তোগুরি ও বিসিলা এলাকার মধ্য দিয়ে অতিক্রম করছিল, ঠিক তখনই প্রতিরোধ যোদ্ধারা কনভয়টিতে একাধিক মাইন বিস্ফোরণ ঘটান। ফলে শত্রু বাহিনী মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতির শিকার হয়।

২৪ ফেব্রুয়ারি শনিবার, বাঙ্গুরা রাজ্যের ফুলান্সো এবং ডোটি এলাকায় বুরকিনান সেনাবাহিনীর ২টি টহল দলকে টার্গেট করেন প্রতিরোধ যোদ্ধারা। সেখানে মুজাহিদগণ একাধিক মাইন ও বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটান। ফলে শত্রু টহল দলগুলোতে থাকা অনেক সৈন্য হতাহত হওয়ার পাশাপাশি, প্রচুর বস্তুগত ক্ষয়ক্ষতি সাধিত হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় প্রতিরোধ যোদ্ধাদের এক অভিযানে অন্তত ২২ জায়োনিস্ট সৈন্য ঘায়েল
পরবর্তী নিবন্ধভিডিও || আল-কাসসামের নিশানায় জায়োনিস্ট সৈন্য ও মারকাভা ট্যাংক