ভিডিও || আল-কাসসামের নিশানায় জায়োনিস্ট সৈন্য ও মারকাভা ট্যাংক

0
290

গাজায় জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের ৫ মাস পরেও অঞ্চলটিতে প্রতিরোধ যুদ্ধ জারি রয়েছে। গত ২ মার্চ অঞ্চলটির পূর্ব আল-জায়তুন এলাকা থেকে প্রতিরোধ যুদ্ধের আরও একটি ভিডিও প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড। প্রতিরোধ বাহিনীটির প্রকাশিত প্রায় ৩ মিনিটের ভিডিওটিতে দেখা যায়, টানেল ও ধ্বংসস্তুপের ভিতর থেকে বেরিয়ে এসে জায়োনিস্ট ট্যাংকগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। একই সাথে একটি বাড়িতে জায়োনিস্ট সৈন্যদের প্রলুব্ধ করার পর সেটি রিমোর্ট কন্ট্রোল বিস্ফোরকের মাধ্যমে উড়িয়ে দিতেও দেখা যায় প্রতিরোধ যোদ্ধাদের। এছাড়াও জায়োনিস্ট বাহিনীর অবস্থানে প্রতিরোধ যোদ্ধাদের মর্টার হামলার দৃশ্যও ভিডিওটিতে ধারণ করা হয়েছে।

ভিডিওটিতে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদেরকে বেশ কিছু অস্ত্র ব্যবহার করতে দেখা যায়। এরমধ্যে রয়েছে “আল-ইয়াসিন 105” রকেট, “ট্যান্ডেম-85” রকেট, RPG-7, 69 RPG লঞ্চার, IEDs, HM-16 মর্টার এবং M48 শেল।

ভিডিও ডাউনলোড করুন:
https://archive.org/details/1_20240302_20240302_1755

ভিডিওটি দেখুন:

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় সেনা কনভয় ও টহল দলে প্রতিরোধ যোদ্ধাদের ৮ অভিযান
পরবর্তী নিবন্ধআসামে মুসলিম বিবাহ আইন বাতিল করলো হিন্দুত্ববাদী সরকার