ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৮ মার্চ, ২০২৪

0
157

আরও তিন শিশু অপুষ্টি ও ডিহাইড্রেশনের কারণে মারা গেছে। এ নিয়ে অপুষ্টি ও ডিহাইড্রেশনে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।

ফিলিস্তিনি মুসলিমদের উপর গণহত্যার প্রধান দায়ী আমেরিকা, আকাশ থেকে সাহায্য পাঠানোর নামে ফিলিস্তিনিদের সাথে তামাশা করছে। তাদের পাঠানো এসব সাহায্য বক্স ফিলিস্তিনি মুসলিমদের উপর পড়ে আরও ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইতঃপূর্বে ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনি মুসলিমদের উপর নির্মম গণহত্যা চালিয়েছিল জায়োনিস্ট বাহিনী। ত্রাণ পাঠানোর নামে আকাশ থেকে ভারী বক্স ফেলে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের হত্যা করা যেন সেই গণহত্যারই ভিন্ন রূপ।

হামাস জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। এক্ষেত্রে হামাস কোনো সমঝোতা করবে না।

গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩০,৮৭৮ জন ফিলিস্তিনি।

৮ই মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

• উত্তর গাজার বেইত হানুনের পূর্বে জায়োনিস্ট বাহিনীর হেডকোয়ার্টারে ড্রোনের মাধ্যমে দুটি অ্যান্টি পার্সনেল শেল নিক্ষেপ করেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।
• বৃহস্পতিবারে বেইত হানুনের পূর্বে এক জায়োনিস্ট সিগনাল কর্পস অফিসারকে স্নাইপার হামলার শিকার বানিয়েছিলেন আল-কাসসাম ব্রিগেড।
• খান ইউনিসের উত্তরে হামাদ শহরে একটি ভবনে অবস্থান নিয়েছিল ৬ সদস্যের জায়োনিস্ট পদাতিক বাহিনী। আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদ এই শত্রু সৈন্যদের অ্যাম্বুশের ফাঁদে ফেলেন। তাদের সাথে খুব কাছ থেকে যুদ্ধ করে সব জায়োনিস্ট সৈন্যকে নিহত করেছেন মুজাহিদগণ।

মুজাহিদিন ব্রিগেড:

• খান ইউনিসের হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র নিয়ে লড়াই করেছেন।
• জাবালিয়ার পূর্বে জায়োনিস্ট বাহিনীর কিছু ইঞ্জিনিয়ারিং সদস্য এবং তাদের সামরিক যানে স্বল্পদূরত্বের রকেট হামলা চালিয়েছেন। রকেটগুলো টার্গেটে সফলভাবে আঘাত হেনেছে।

আল-আকসা ব্রিগেড:

• হামাদ শহরের উপকণ্ঠে একটি আরপিজি দিয়ে একটি জায়োনিস্ট সামরিক যানে আঘাত করা হয়েছে।
• হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করা হয়েছে।
• দখলীকৃত পশ্চিম তীরে জায়োনিস্ট বাহিনীর কয়েকটি অবস্থানে বেশ কয়েকবার গুলিবর্ষণ করা হয়েছে।
• হামাদ শহরের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র নিয়ে তীব্র লড়াই করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনিদের ওপর নির্যাতন করছে আন্তর্জাতিক বিশ্ব: আফগান প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধগাজায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা ৩০,৮০০ জনে পৌঁছেছে