ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১২ মার্চ, ২০২৪

0
202

অধিকৃত পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরে ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

পশ্চিম জেরুজালেমের আল-জিব এলাকায় একটি তল্লাশি চৌকিতে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত দুই ফিলিস্তিনি নিহত ও তিনজন আহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, রাফায় তারা অভিযান শেষ করবে, তবে গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে স্থল অভিযান চালিয়ে যাবে।

• ১২ মার্চ তারিখে ইসরায়েলি দখলদার বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলোর হামলার সংক্ষিপ্ত কিছু বিবরণ:

— আল-কাসসাম ব্রিগেড:

🔻 খান ইউনিসের দক্ষিণে হামাদ সিটির এল-টাওয়ারের নিকটে ইসরায়েলি দখলদারদের ২ টি পদাতিক দলকে এম্বুশ করেছে এবং পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

🔻 হামাদ সিটি এলাকাতেই ইয়াসিন ১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদারদের একটি মারকাভা ট্যাংককে লক্ষ্যবস্তু করেছে।

🔻 একই এলাকার কে-টাওয়ার ও জে-টাওয়ারে দখলদার ইসরায়েলি বাহিনীর দুটি পদাতিক দলকে সফলভাবে মাইন বিস্ফোরণের শিকার বানিয়েছে। এতে দখলদারদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।

— আল-কুদস ব্রিগেড:

🔻 উত্তর-পশ্চিম খান ইউনিসে হামাদ সিটির একটি আবাসিক এপার্টমেন্টে অবস্থান নেওয়া ইসরায়েলি দখলদার বাহিনীর ৬ জনের একটি দলকে শক্তিশালী বিস্ফোরণের শিকার বানিয়েছে।

🔻 একই এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর একটি সামরিক যান এবং একটি ডি-৯ বুলডোজারকে আরপিজি দিয়ে আঘাত করেছে।

🔻 হামাদ সিটির কেন্দ্রে ইসরায়েলি সৈনিকদের একটি জমায়েতে মর্টার শেল নিক্ষেপ করেছে।

🔻 আল-কারারার পূর্বে ইসরায়েলি স্পেশাল ফোর্সের ৭ জনের একটি দলের অবস্থানস্থল আংশিক ধ্বংসপ্রাপ্ত একটি বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে তাঁদের উপর ধসিয়ে দিয়েছে। ফলে ইসরায়েলই বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।

🔻 আল-কারারার উত্তরপূর্ব দিকে ইসরায়েলি দখলদার বাহিনীর একটি দলের উপর একটি টানেল ধসিয়ে দিয়েছে।

— আল-আকসা শহীদ ব্রিগেড:

🔻 উত্তরপশ্চিম খান ইউনিসের হামাদ সিটিতে ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যানের একটি জমায়েতে এক ব্যারেজ ভারি মর্টার সেল নিক্ষেপ করেছে।

🔻 হামাদ সিটি এলাকাতেই ইসরায়েলি দখলদার বাহিনীর একটি সমরযানে আরপিজি শেল দ্বারা আঘাত করেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমেগা প্রজেক্ট ‘CASA-1000’ এর কাজ পুনরায় শুরুর ঘোষণা দিল আফগানিস্তান
পরবর্তী নিবন্ধসোমালিয়ার ৩টি প্রধান শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আশ-শাবাব