ইমারতে ইসলামিয়ার বাহিনীতে যুক্ত হল আরও ১৪৬ জন নতুন সেনা সদস্য। সম্প্রতি তারা সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক অর্জন করেছেন।
দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যৌথ সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে তারা সেনা প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক হয়েছেন। এ উপলক্ষে গত ১৪ মার্চ একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে সদ্য স্নাতকরা তাদের জীবন ও সম্পদের বিনিময়ে ইমারতে ইসলামিয়াকে রক্ষা করার প্রতিশ্রুতি প্রদান করেন।
দেশ, জাতি ও ইসলাম রক্ষায় সামরিক বাহিনী একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইমারতে ইসলামিয়া সরকার আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে একটি সমৃদ্ধ সামরিক বাহিনী গড়ে তুলতে কাজ শুরু করে, এ পর্যন্ত প্রায় ১৭ হাজারের অধিক নতুন সেনা সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করে নিয়মিত বাহিনীতে যুক্ত হয়েছেন; প্রতিনিয়ত এ সংখ্যা বেড়েই চলেছে।
বিভিন্ন সূত্র বলছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সক্রিয় সশস্ত্র বাহিনীর সংখ্যা ৫ লাখে পৌঁছেছে। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ২ লাখ।
তথ্যসূত্র:
1. فراغت ۱۴۶ تن منسوبین جوان از قومندانی تعلیمات مشترک محاربوی عبدالله بن مسعود رض
– https://tinyurl.com/3hcs8u4k
2. IEA’s army now totals 170,000: MoD’s Inspector General
– https://tinyurl.com/5n9b9fb2
3. MoI: Capacity Increased From 150,000 to Over 200,000 Personnel
– https://tinyurl.com/pmhn5dcd
4. Military capability and equipment of Islamic Emirate of Afghanistan
– https://tinyurl.com/mwfxyprw