ইসরায়েলে যুদ্ধ সরঞ্জাম রপ্তানি করেছে তুরস্ক

1
369

তুরস্ক প্রতি বছর ইসরায়েলে প্রচুর পরিমাণ পণ্য রপ্তানি করে থাকে। সম্প্রতি ফিলিস্তিনের গাজায় মুসলিমদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তা সত্ত্বেও চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে তুরস্ক ইসরায়েলের সাথে আমদানি-রপ্তানি অব্যাহত রেখেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) একটি আলোচিত বিষয় হচ্ছে- তুরস্ক ইসরায়েলে যুদ্ধ সরঞ্জাম রপ্তানি করেছে। এক্সের ঐসব পোস্টে তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউট (TURKSTAT) এর বরাতে বলা হচ্ছে, তুরস্ক যেসব পণ্য ইসরায়েলে রপ্তানি করছে এগুলোর মধ্যে রয়েছে: খনিজ জ্বালানি, খনিজ তেল, বিটুমিনাস পদার্থ, খনিজ মোম, অজৈব রাসায়নিক, মূল্যবান ধাতু, তেজস্ক্রিয় উপাদান ও আইসোটোপ।

রপ্তানি করা পণ্যের মধ্যে আরও রয়েছে ব্রয়লার মুরগি, মেশিন সরঞ্জাম, বিমান ও মহাকাশযানের যন্ত্রাংশ, বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন: বায়োডিজেল, অগ্নি নির্বাপক যন্ত্র, জীবাণুনাশক, কীটনাশক ইত্যাদিসহ আরও বেশ কিছু পণ্য।

এসব পণ্য ছাড়াও তুরস্ক ইসরায়েলে আরও বেশ কিছু পণ্য রপ্তানি করছে, যা সরাসরি যুদ্ধে ব্যবহার হয়। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউট (TURKSTAT) অনুসারে, দেশটি ২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলে গানপাউডার, বিস্ফোরক পদার্থ, দাহ্য পদার্থ, গোলাবারুদ, অস্ত্র এবং যন্ত্রাংশ রপ্তানি করেছে।

উল্লেখ্য যে, তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউট (TURKSTAT) হল তুরস্কের সরকারী একটি সংস্থা। এটি তুরস্কের জনসংখ্যা, সম্পদ এবং অর্থনীতি বিষয়ক সরকারী পরিসংখ্যান তৈরি করে থাকে।

এদিকে ইসরায়েলে অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম রপ্তানির বিষয়টি প্রকাশিত হলে দেশটি বিষয়টি অস্বীকার করে বলেছে, তুরস্কের সাথে ইসরায়েলের কোন প্রতিরক্ষা সম্পর্ক নেই।

গত ২৮ মার্চ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে বলেছে, তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউটে উল্লেখ করা পণ্যগুলো যুদ্ধাস্ত্র ও গোলাবারুদ নয়। বরং এগুলো মূলত খেলাধুলা এবং শিকারের মতো ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত রাইফেলের খুচরা যন্ত্রাংশ এবং মাছ ধরার সরঞ্জাম।


তথ্যসূত্র:
——
1. According to Turkish Statistical Institute (TÜİK), #Turkey exported the following items to Israel in January 2024
https://tinyurl.com/524vthyy
2. Fasıl ve ülkelere göre dış ticaret
https://tinyurl.com/2jumhne4
3. Türkiye stands firm against false claims of defence ties with Israel
https://tinyurl.com/fwz95jpr

১টি মন্তব্য

  1. “এগুলো মূলত খেলাধুলা এবং শিকারের মতো ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত রাইফেলের খুচরা যন্ত্রাংশ এবং মাছ ধরার সরঞ্জাম।” 🤣😅 তারা আসলে গণহত্যার এই বাস্তবতাকে খেলাধুলা মনে করে। আল্লাহ তায়ালা যালিমদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখাফ-হেরাত রেলওয়ে প্রকল্পের চূড়ান্ত কাজের চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৯ মার্চ, ২০২৪