৮টি বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।

0
209

যে কোন দায়িত্বশীল সরকার মাত্রই জনগণের জন্য নিরাপদ পানি ব্যবস্থাপনার গুরুত্ব উপলব্ধি করে। আর ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সরকারও তাই জনসাধারণের জন্য নিরাপদ পানির সংস্থান করারকে গুরুত্ব ও অগ্রাধিকারের সাথে বিবেচনা করছে।

সম্প্রতি আফগানিস্তানের পারওয়ান প্রদেশে ৮টি বিশুদ্ধ পানি সরবরাহ নেটওয়ার্ক ব্যবস্থা সফলভাবে স্থাপন ও চালু করেছে ইমারতে ইসলামিয়া সরকারের পল্লী উন্নয়ন ও পুনর্গঠন মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়নে ৩০ মিলিয়নের বেশি আফগানি অর্থ ব্যয় হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ অর্থায়নে এটি বাস্তবায়িত হয়েছে। গত ২৮ মার্চ সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথ্যগুলো প্রদান করে।

উক্ত পানি সরবরাহ ব্যবস্থার মাধ্যমে পারওয়ান প্রদেশের রাজধানী চরিকর, সাঈদ খেল, শিনওয়ারি, সিয়াগার্ড ও শাইখ আলী জেলায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়নাধীন অবস্থায় অসংখ্য লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আর এখন প্রকল্পটি সমাপ্ত হয়েছে, আলহামদুলিল্লাহ্‌। ফলে বর্ণিত জেলাসমূহে বসবাসকারী শত শত পরিবার বিশুদ্ধ খাবার পানির সুবিধা ভোগ করবে ইনশাআল্লাহ।


তথ্যসূত্র:
1. 8 water supply networks commissioned in Parwan
https://tinyurl.com/y7d62da6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএ কেমন নৃশংসতা: দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজার দিয়ে লাশ বালুচাপা
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৩০ মার্চ, ২০২৪