আল-শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত চার শতাধিক ফিলিস্তিনি

0
112

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার উত্তরে অবস্থিত সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। গত ১৩ দিন ধরে হাসপাতালটিতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা, যার ফলে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে হাসপাতালে থাকা চিকিৎসাধীন রোগী, আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষ, মেডিকেল কর্মী। গাজার মিডিয়া অফিসের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এর আগে গত ১৮ মার্চ ইসরায়েলি বাহিনী ঘোষণা দিয়েছিল, হামাসের সিনিয়র সদস্যরা আল-শিফা ভবনটি ব্যবহার করছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে সুনির্দিষ্ট হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অথচ বাস্তবতা হল, নিরীহ বেসামরিক মানুষদের হত্যা করছে তারা।

আল জাজিরা আরো জানিয়েছে, আল-শিফা হাসপাতালে অবরোধ ও অভিযানের সময় ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যানের ওপর মর্টার ও রকেট হামলা চালিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। তবে হতাহতের কোন তথ্য জানায়নি গণমাধ্যমটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা আরও জানিয়েছে, ইসরায়েলের চলমান হামলায় আল-শিফা হাসপাতাল কমপ্লেক্সে বাস্তুচ্যুত সাধারণ মানুষ, হাসপাতালের স্টাফ এবং আহত রোগীসহ কমপক্ষে ৩০ হাজার মানুষ আটকা পড়েছে।


তথ্যসূত্র:
1. Over 400 Pales­tini­ans killed in Is­rael’s siege on Gaza’s al-Shi­fa Hos­pi­tal
https://tinyurl.com/2s4etcf9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব মার্কিন কংগ্রেসম্যানের
পরবর্তী নিবন্ধবিগত ছয় মাসে আফগানিস্তানে নিরাপত্তাজনিত কোন দুর্ঘটনা ঘটেনি: আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়